
পাকিস্তানের বিপক্ষে টাইগাররা কোন এক অজানা কারনে নিজেদের মেলে ধরতে পাড়ছে না। গত ম্যাচে মুশফিক- লিটন ছাড়া বাকিরা ব্যর্থ। ঢাকা টেস্ট শুরু ৪ ডিসেম্বর। তার আগে ২ দিন অনুশীলনের সুযোগ পাবে দুই দল। তবে এই ২ দিন অনুশীলন করে আহামরি কোনো পরিবর্তন করা সম্ভব নয়, দাবি বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের।
আর তাই ঢাকা টেস্টের আগে মানসিক প্রস্তুতির ওপরই জোর দিয়েছেন তিনি। মুমিনুলের ভাষায়, ‘এই দুই দিন অনুশীলন করে খুব বেশি কিছু অর্জন করতে পারবেন না। সোজা বাংলায় যদি বলি- এই দুই দিনে এত বেশি চিন্তা না করে মানসিকভাবে নিজেকে শক্ত রাখা দরকার।’
মানসিক সেই কাজ কীভাবে করতে হবে, মুমিনুল সেই দিকটিও তুলে ধরেছেন। তিনি বলেন, ‘কোন জায়গাগুলোতে কাজ করা দরকার এইগুলা নিয়ে একটু চিন্তা করা, মানসিকভাবে নিজেকে ফিট রাখা। যে বোলারদের বিপক্ষে খেলব সে বিষয়ে ভাবা। মানসিকভাবে ফিট রাখতে পারলে ব্যর্থতা কাটিয়ে ওঠা যায়।’
ভুলত্রুটি শুধরানোর জন্যই মূলত অনুশীলন করা হয়। কোনো নতুন ম্যাচে মাঠে নামার আগে তাই বাড়তি গুরুত্ব দেওয়া হয় অনুশীলন সেশনে। তবে অধিনায়কের মতে, ২ দিনের অনুশীলন তেমন ফলপ্রসূ নয়!
Leave a Reply