
ভারতীয় ক্রিকেট বর্তমানে দুটি শিবিরে বিভক্ত হয়ে গেছে। রোহিত শর্মার সমর্থনে কাজ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্যদিকে বিরাট কোহলির সমর্থনে গলা ফাটাচ্ছে লাখো ক্রিকেটপ্রেমী। ভারতীয় ক্রিকেটের পরিস্থিতি এখন অনেকটাই নাজেহাল।







এই ক্ষেত্রে একাধিক প্রশ্নে গুলিবিদ্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এখন পর্যন্ত ভারতীয় ক্রিকেটে অধিনায়ক হিসেবে পরিসংখ্যানের দিক থেকে সবচেয়ে সফল অধিনায়ক বিরাট কোহলি।
ক্রিকেটপ্রেমীদের ধারনা শুধুমাত্র আইসিসি ট্রফি ঘরে তুলতে না পারার কারণে বিরাটকে বঞ্চিত করে রোহিত শর্মার উপর দায়িত্ব দেওয়া হয়েছে।
অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বললেন। তিনি বলেন, অধিনায়ক হিসেবে বিরাট কোহলির সক্ষমতা নিয়ে কোন প্রশ্ন উঠছে না।







বিরাট কোহলির অধিনায়কত্বে একদিনের ক্রিকেটে ভারতের সাফল্য চোখে পড়ার মতো। কিন্তু ২০১৩ সালের পর থেকে ভারতীয় ক্রিকেট দল কোন আইসিসি ট্রফি জিততে পারেনি। অবশ্য সেটিও বড় কথা নয়। ২০১৭ সালে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছি।
২০১৯ সালে ওডিআই বিশ্বকাপে আমরা দুর্দান্ত খেলেছিলাম। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স গত ৪/৫ বছরের মধ্যে সবচেয়ে জঘন্যতম ছিল। ক্রিকেটারদের মধ্যে ছিল না কোনরকম সংগতি।
ইতিপূর্বে রোহিত শর্মা ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে বিরাট কোহলিকে ছাড়া ভারতীয় দল এশিয়া কাপ জিতেছে। তাছাড়া ভারতীয় প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল অধিনায়ক তিনি। অভিজ্ঞতার দিক থেকে কোন অংশে পিছিয়ে নেই রোহিত শর্মা।







তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্যরা সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে রোহিত শর্মাকে সংক্ষিপ্ত ওভারে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। তার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে অন্তত একটি ট্রফি ঘরে তুলতে।
আর ভারতীয় ক্রিকেট বোর্ডের সমস্ত সদস্যের সিদ্ধান্তে আমার সম্মতি রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি বিরাট কোহলি অবশ্যই অধিনায়ক হিসেবে দূর্দন্ত, কিন্তু রোহিত শর্মাকে একটা সুযোগ প্রদান করা যেতেই পারে।







Leave a Reply