এক লক্ষ্যে বল ছুঁড়ে দুর্দান্ত ভাবে রান আউটই হোক বা বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য সব ক্যাচ পাকড়াও করা! ভারতীয় ক্রিকেটে ফিল্ডিংয়ের প্রসঙ্গ উঠলেই সবার প্রথম যাঁর নাম উঠে আসে, তিনি হলেন রবীন্দ্র সিং জাদেজা।
যিনি শুধু ভারতেরই নন, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ফিল্ডার। অবশ্য শুধু ফিল্ডিংই নয়, বল হাতে মোক্ষম সময়ে উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে লোয়ার অর্ডারেও দলকে ভরসা যোগান তিনি। ভারতীয় দলের কাছে তিনি যেন এক সম্পদ।
তবে সম্প্রতি এমন একটি খবর উঠে এসেছে যা সত্যি হলে চরম বিপদে পড়তে পারে টিম ইন্ডিয়া। শোনা যাচ্ছে, টেস্ট ক্রিকেট থেকে যে কোনও দিন অবসর ঘোষণা করতে পারেন রবীন্দ্র জাদেজা।
গত কয়েক বছর ধরে একের পর এক চোটে জেরবার এই তারকা অলরাউন্ডার। এমনকি চোটের কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও দলে ঠাঁই মেলেনি। বিসিসিআই জানিয়েছে, জাদেজার চোট খুবই গুরুতর।
তাঁর সেরে উঠতে অন্তত ৫-৬ মাস সময় লাগবে। এই অবস্থায় ফিটনেস বজায় রাখার জন্য বড় লড়াই চালাতে হচ্ছে ভারতীয় তারকাকে।
এর মধ্যেই জাদেজার এক ঘনিষ্ঠ বন্ধু দৈনিক জাগরণকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জাদেজা ক্রিকেটের একটি ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার পরিকল্পনা করছেন। ওডিআই, টি-টোয়েন্টি এবং আইপিএল কেরিয়ার বাঁচিয়ে রাখতে টেস্ট ক্রিকেট থেকে শীঘ্রই অবসর নিতে পারেন তিনি।
অন্যদিকে, অনেকেই আবার দাবি করছেন, আইপিএলে যেহেতু সিএসকে জাদেজাকে রিটেন করেছে। তাই ধোনির পর সিএসকের নতুন অধিনায়ক হতে পারেন জাদেজা। সেই কারণেই খেলার বোঝা কমাতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন জাড্ডু।
যেহেতু জাদেজার চোট এখন গুরুতর তাই তিনি এখন বেশ কয়েক মাস ক্রিকেট থেকে দূরে থাকবেন। দক্ষিণ আফ্রিকা সফরের পর আসন্ন শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেও জাদেজার না খেলার সম্ভাবনাই বেশি।
সেক্ষেত্রে ভারতীয় দল চাপে পড়তে পারে তা বলাই বাহুল্য। কারণ, ব্যাট, বল বা ফিল্ডিংয়ের মাধ্যমে প্রায়শই ম্যাচের রঙ বদলে দিতেন জাড্ডু। তাই জাদেজা যতদিন মাঠের বাইরে কাটাবেন, টিম ইন্ডিয়া ম্যানেজমেন্টের মাথায় চিন্তার ভাঁজও বাড়বে৷