অবশেষে নিজে ট্যুইট করে লাল বলের ক্রিকেটে ভবিষ্যত নিয়ে বড় ঘোষণা দিলেন জাদেজা

তিনি নাকি এবার টেস্ট ক্রিকেট থেকে নিতে চলেছেন সন্ন্যাস ! ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে রবীন্দ্র জাদেজার অবসর নিয়ে বেশ কয়েক দিন ধরেই বিভিন্ন মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল।

অবশেষে ভারতীয় দলের স্টার অলরাউন্ডার নিজে ট্যুইট করে, লাল বলের ক্রিকেটে তাঁর ভবিষ্যত নিয়ে বড় ঘোষণা করে দিলেন। বুধবার জাদেজা সাফ জানিয়ে দিলেন যে, কেউ যেন গুজবে কান না দেয়। তিনি দীর্ঘদিন সাদা জার্সিতে খেলতে চান।

এদিন একটি নয় জোড়া ট্যুইট করে যাবতীয় গুঞ্জন ও গুজব স্টেপআউট করে মাঠের বাইরে পাঠালেন। এক ঘণ্টায় জোড়া ট্যুইট করেন জাদেজা। প্রথম ট্যুইটে জাদেজা লেখেন, “নকল বন্ধু গুজবে বিশ্বাস করে।

আসল বন্ধু আপনাকে বিশ্বাস করে।” দ্বিতীয় ট্যুইটে জাদেজা টেস্ট জার্সি গায়ে চাপিয়ে ছবি পোস্ট করে ক্যাপশন দেন “লং ওয়ে টু গো”! যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় “দীর্ঘ পথ চলা বাকি।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*