ঋষভ রাজেন্দ্র পন্ত উত্তরাখণ্ডের হরিদ্বারের রুরকি এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা পেশাদার ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
ভারত ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। জানুয়ারি, ২০১৭ সালে টুয়েন্টি২০ আন্তর্জাতিক, আগস্ট, ২০১৮ সালে টেস্ট ও অক্টোবর, ২০১৮ সালে ভারতের পক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার
ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্থের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা করছেন ভক্তরা। তিনি অভিনেত্রী ঊর্বশী রাউতেলার সঙ্গে সম্পর্কের ইতি টেনে ছিলেন অন্য এক সুন্দরীর মোহে। কে এই সুন্দরী, তার সম্পর্কে জেনে নিন।
ঋষভ পান্থের গার্লফ্রেন্ড ইশা নেগির আবেদনময়ী ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন
ইশা নেগি দেরাদুনের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী ও উদ্যোক্ততা। একই সঙ্গে ইনটিরিওর ডিজাইনারও।
ইশা নেগি সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। তার ছবির কারণেই সোশ্যাল মিডিয়ায় যাবতীয় আলোচনায় থাকেন তিনি।
তার শেয়ার করা ছবিগুলো ভক্তরা অত্যন্ত পছন্দ করেন। দেরাদুনেই লেখাপড়া করেন ইশা নেগি।
দেরাদুনের জিসস অ্যান্ড মেরি স্কুলেই লেখাপড়া, তারপরে নয়ডার এমিটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজে পড়াশুনা করেন।
ইশা নেগি দীর্ঘ সময় ধরেই ক্রিকেটার ঋষভ পান্থের সঙ্গে সম্পর্কে আছেন।
২০২০ সালে ইশা নেগি ও ঋষভ পান্থের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। সেই সময় ঋষভ পান্থ ইশার সঙ্গে স্পর্কের বিষয়টি স্বীকার করে নেন।
ঠিক এর আগে ঋষভ পান্থের সম্পর্ক বলিউডের অন্যতম আবেদনময়ী অভিনেত্রী উর্বশী রাউতেলার সঙ্গে ছিল।
ইশা নেগি প্রেমে পরেই ঋষভ উর্বশীকে ছেরেছিলেন।