অবশেষে রোহিত শর্মাকে অধিনায়ক করার কারণ খুঁজে পাওয়া গেল

ওয়ানডে ফরম্যাট থেকে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে নেতৃত্বে আনায় ভারতের ক্রিকেট বেশ সরগরম। এখন পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেননি বিরাট কোহলি।

ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো বলছে, ওয়ানডের নেতৃত্ব ছাড়া নিয়ে নাকি বোর্ডের সঙ্গে কোহলির উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। প্রায় প্রতিদিনই রোহিতকে নেতৃত্বে আনার কারণ ব্যখ্যা করে যাচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।

এবার এক সাক্ষাতকারে বললেন আরও এক কারণ। জানিয়ে দিলেন, কোহলীকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করার পিছনে রয়েছে ট্রফি জয়ের রেকর্ড। সেই নিরিখে কোহলীকে অনেকটা পিছনে ফেলে দিয়েছেন রোহিত।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানান, সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্য দেখেই তাঁর উপর ভরসা দেখিয়েছেন নির্বাচকরা।

তিনি বলেন, ‘‘নির্বাচকদের আশা অধিনায়ক হিসাবে সাফল্য পাবে রোহিত। সেই কারণেই নির্বাচকরা ওর উপর ভরসা রেখেছে। আমি আশা করছি কী ভাবে দল সাফল্য পাবে সেই রাস্তা খুঁজে বার করবে রোহিত।’’

আইপিএল ও এশিয়া কাপে রোহিতের সাফল্যের প্রসঙ্গও তুলে আনেন সৌরভ। তিনি বলেন, ‘‘আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিতের রেকর্ড দুর্দান্ত।

পাঁচ বার ট্রফি জিতেছে। কয়েক বছর আগে এশিয়া কাপে ভারতকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছিল। কোহলীকে ছাড়াই ভারত জিতেছিল। কোহলীকে ছাড়া ভারতের জয় মানে বুঝতে হবে দলের শক্তি কতটা। বড় প্রতিযোগিতায় রোহিত সফল। ও একটা ভাল দল পেয়েছে। তাই আশা করছি দল ভাল খেলবে।’’

এর আগে সৌরভ জানিয়েছিলেন, কোহলীকে টি২০ বিশ্বকাপের অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেছিল বোর্ড। কিন্তু কোহলী নেতৃত্ব ছেড়ে দেন।

তার পরে নির্বাচকরা সিদ্ধান্ত নেন সাদা বলের ক্রিকেটে এক জনকেই অধিনায়ক করা হবে। এ বার কোহলীকে সরানোর আরও কারণের কথা বললেন বোর্ড সভাপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*