
চলতি বছর ২৭শে এপ্রিল থেকে আইপিএলের মেগা আসরের শুভারম্ভ হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। যদি ভারতে করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় সে ক্ষেত্রে বিকল্প দেশ হিসেবে ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার কথা ভেবেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।







বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত করে তুলেছে ভারতীয় জনজীবন। এরইমধ্যে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লিগ ভারতীয় প্রিমিয়ার লিগের পঞ্চদশ আসর আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
গতবার করোনা মহামারীর মধ্যে আইপিএলের আসর বসালেও মাঝপথে বাধ্য হয়ে সমস্ত আয়োজন বন্ধ করতে হয় বিসিসিআইকে। একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হতে থাকেন।
যদিও বছরের শেষ লগ্নে এসে সুদূর আরব আমিরাতে আইপিএলের বাকি খেলাগুলোর আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এবারের আইপিএল এক আলাদা মাত্রা পেতে চলেছে। আইপিএলের ১৫ তম আসরে মোট ১০টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করতে চলেছে।
তবে করোনা আবহের মধ্যে বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন উঠেছিল আইপিএলের মেগা আসর দেশে নয় বরং বিদেশের মাটিতে আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।







তবে সেই গুঞ্জন মিথ্যা প্রমান করে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, একাধিক নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে আইপিএলের মেগা আসর ভারতেই আয়োজন করতে চলেছে বিসিসিআই।
তবে আইপিএলের ১৫ তম আসর মুম্বাই এবং পুনেতে আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একেকটি খেলা একেকটি ভেন্যুতে করাতে গিয়ে ২০২১ আইপিএলে একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়ে পড়েন।
তাছাড়া জৈব সুরক্ষা বলয় সুরক্ষিত রাখা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে পড়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য। তাই এবার মাত্র দুটি শহরে আইপিএল আয়োজন করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
চলতি বছর ২৭শে এপ্রিল থেকে আইপিএলের মেগা আসরের শুভারম্ভ হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। যদি ভারতে করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় সে ক্ষেত্রে বিকল্প দেশ হিসেবে ইতিমধ্যে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার কথা ভেবেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।







আরব আমিরাতে গতবারে খেলার ধরণ রীতিমতো হতাশা করেছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। যেখানে টস অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে প্রতিটা ম্যাচেই। তাই আরব আমিরাতের বিকল্প হিসেবে শ্রীলঙ্কা এবং
দক্ষিণ আফ্রিকার নাম উঠে এসেছে আলোচনা প্রসঙ্গে। তবে যদি আইপিএলের মেগা আসর ভারতে আয়োজন করা হয় সেক্ষেত্রে দর্শকশূন্য স্টেডিয়ামে মাঠে নামবেন ক্রিকেটাররা।







Leave a Reply