
টেস্ট বিশ্বকাপের পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি। ওভালের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারলে ভারত পাবে বিপুল টাকা আর্থিক পুরস্কার।
ফলাফল অনুযায়ী ন’টি দেশের মধ্যে ভাগ করে দেওয়া হবে পুরস্কারের টাকা। মোট ৩৮ লক্ষ ডলার বা প্রায় ৩১ কোটি ৪৫ লক্ষ ১৯ হাজার টাকা টেস্ট বিশ্বকাপে অংশগ্রহণকারী ন’টি দেশকে দেবে আইসিসি।
২০২১-২৩ টেস্ট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারলে রোহিত শর্মারা পুরস্কার হিসাবে পাবেন ১৬ লক্ষ ডলার বা প্রায় ১৩ কোটি ২৩ লক্ষ ৪৩ হাজার টাকা।
ফাইনালের পরাজিত দল পাবে অর্ধেক আর্থিক পুরস্কার। তারা পাবে ৮ লক্ষ ডলার বা প্রায় ৬ কোটি ৫৫ লক্ষ ৩৪ হাজার টাকা। ২০১৯-২১ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও একই পরিমাণ আর্থিক পুরস্কার দিয়েছিল আইসিসি।
অর্থাৎ, পুরস্কারের টাকা বাড়ানো হয়নি এ বার। তৃতীয় স্থানে শেষ করা দক্ষিণ আফ্রিকা পাবে সাড়ে ৪ লক্ষ ডলার বা প্রায় ৩ কোটি ৭১ লক্ষ টাকার বেশি।
Prize pot for the ICC World Test Championship 2021-23 cycle revealed ????
Details ????https://t.co/ZWN8jrF6LP
— ICC (@ICC) May 26, 2023
চতুর্থ স্থানে শেষ করা ইংল্যান্ড পুরস্কার হিসাবে পাবে সাড়ে ৩ লক্ষ ডলার বা প্রায় ২ কোটি ৯০ লক্ষ টাকা। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে ২ লক্ষ ডলার বা প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা।
ষষ্ঠ থেকে নবম স্থানে শেষ করা চার দেশকে একই পরিমাণ আর্থিক পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে আইসিসি। নিউ জ়িল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ় এবং বাংলাদেশ পাবে ১ লক্ষ ডলার বা প্রায় ৮৩ লক্ষ টাকা।
আইপিএল চ্যাম্পিয়ন দল এ বার পুরস্কার মূল্য হিসাবে পাবে ২০ কোটি টাকা। রানার্স দল পাবে ১৩ কোটি টাকা। অর্থাৎ, আইসিসির টেস্ট বিশ্বকাপের থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিযোগিতার পুরস্কার মূল্য বেশি।
Leave a Reply