নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট ও বল হাতে দারুণ পারফর্ম করেছেন রবিচন্দ্রন অশ্বিন। হয়েছেন ম্যান অফ দ্য সিরিজও। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১৪টি উইকেট ও ব্যাট হাতে ৭০ রান করেছেন এই তারকা।
এবার এই দারুণ পারফর্মেন্সের ফল পেলেন অশ্বিন। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
তিন নম্বর থেকে দুইয়ে উঠেছেন তিনি। আর এক্ষেত্রে তিনি পিছনে ফেললেন তারই সতীর্থ রবীন্দ্র জাদেজাকে । চার নম্বরে পিছিয়ে এসেছেন জাদেজা।
এ দিকে টেস্ট অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। দীর্ঘদিন ক্রিকেট থেকে বিরতি সারার পর অ্যাশেজ সিরিজে ফিরে আসা ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস তিন নম্বরে উঠে এসেছেন।
পাঁচ নম্বরে নিজের স্থান বজায় রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ওয়াংখেড়ে টেস্টের দুই ইনিংসে দাপটের সঙ্গে ব্যাট করেছেন ময়ঙ্ক আগরওয়াল ।
প্রথম ইনিংসে ১৫০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬২ রান করেছেন এই ওপেনার। এই পারফরম্যান্সের সুবাদে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ব্যাটারদের তালিকায় এগারো নম্বরে জায়গা পেলেন ময়ঙ্ক।