আকাশছোয়া দামে অধিনায়ক হিসেবে ২ দলের সাথে চুক্তি করলেন রাহুল- আইয়ার

৮ দলের পরিবর্তে এবার ১০ দল নিয়ে বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এর ১৫তম আসর। যেখানে নতুন দুই দল হিসেবে নাম লিখিয়েছে লক্ষ্ণৌ এবং আহমেদাবাদ। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী-

ইতিমধ্যেই এ দুটি নতুন দল তাদের অধিনায়কও বেছে নিয়েছে। যেখানে লক্ষ্ণৌ কেএল রাহুলকে এবং আহমেদাবাদ শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক হিসেবে দলে নিয়ে চুক্তি সেরে ফেলেছে।

আসন্ন আসরের জন্য অনুষ্ঠিত হতে যাওয়া মেগা নিলামের আগে তিনজন করে খেলোয়াড় দলে নিতে পারবে আইপিএলের নতুন দুই দল লক্ষ্ণৌ এবং আহমেদাবাদ। যেখানে দুইজন দেশি এবং একজন বিদেশি মিলিয়ে তিনজন ক্রিকেটারের সাথে চুক্তি করতে পারবে তারা।

আগামী ২৫ ডিসেম্বরে মধ্যে আনুষ্ঠানিকভাবে যে তালিকা জমা দিতে হবে আইপিএল কর্তৃপক্ষকে।ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি নিউজের খরব অনুযায়ী ইতিমধ্যেই সেই তিন ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করে ফেলেছে আইপিএলের নতুন দুটি দল।

যেখানে ২৯ বছর বয়সী ভারতীয় ওপেনার কেএল রাহুলের সাথে আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান এবং ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ইশান কিশানকে দলে নিয়েছে লক্ষ্ণৌ।

অন্যদিকে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারের সাথে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলে ভিড়িয়েছে আহমেদাবাদ। আর তাদের তৃতীয় পছন্দ হিসেবে প্রোটিয়া কিপার-ব্যাটার কুইন্টন ডি কক অথবা অজি ব্যাটার ডেভিড ওয়ার্নারকে বেছে নিবে দলটি।

এর আগের গুঞ্জন অনুযায়ী কেএল রাহুলকে পেতে ২০ কোটি রুপি গুণতে হয়েছে লক্ষ্ণৌকে। অন্যদিকে শ্রেয়াস আইয়ারের জন্য আহমেদাবাদের খরচ হবে ১৬ কোটি রুপি।

প্রসঙ্গত গেল আসরের অধিনায়ক কেএল রাহুলকে ধরে রাখতে চেয়েছিলো তার পুরোনো দল পাঞ্জাব কিংস। তবে ভারতীয় কিপার-ব্যাটার ছিলেন না আগ্রহী।

ফলে রাহুলকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে প্রীতি জিনতার দল। একইভাবে দিল্লী ক্যাপিটালস থেকে শ্রেয়াস আইয়ার এবং সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে রশিদ খান স্বেচ্ছায় দল ছেড়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*