আগামী ১০ বছর সকল আইসিসি টুর্নামেন্টের দাবিদার ভারত – সৌরভ

এ বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশাজনকভাবে সুপার ১২ পর্ব থেকেই বিদায় নেওয়ার পর ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা হয়েছে। সাদা বলের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা এবং কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়।

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে ভারতীয় দল আর কোনো আইসিসি ট্রফি না জিতলেও ভারতের ট্রফির খরা শীঘ্রই কাটবে বলে আশাবাদী সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন আগামী দশ বছরে হতে চলা প্রত্যেকটি ইভেন্টের দাবিদার হিসেবে ভারত থাকবে।

আগামী এক দশকে প্রতি বছর একটি করে আইসিসি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চেলেছে। সব টুর্নামেন্ট জেতা সম্ভব নয় মেনে নিলেও ভারতীয় বোর্ড সভাপতি সৌরভের মতে টিম ইন্ডিয়া শীঘ্রই খেতাব জয়ের খরা কাটাবে।

নিউজ ১৮ -কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “২০২২ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রতি বছরই কোনো না কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে এবং প্রতিটির জন্যই ভারত দাবিদার থাকবে।

২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত পরাজিত হয় এবং ২০২১-এ গ্রুপ স্টেজেই তারা ছিটকে যায়। তবে বাকি ভারতীয় সমর্থকদের মতো আমারও বিশ্বাস ভারত আগামী টুর্নামেন্টগুলির কয়েকটি জিতবে। তবে হ্যাঁ, সব ট্রফি জেতা সম্ভব নয়।”

মাত্র দিনকয়েক আগেই বিরাট কোহলিকে ছেঁটে ফেলে রোহিত শর্মাকে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দলের রেকর্ড দারুণ হলেও খেতাব জয়ের ব্যর্থতাই যে তাঁর নেতৃত্ব যাওয়ার অন্যতম প্রধান কারণ, সে বিষয়ে সকলেই প্রায় নিশ্চিত। তবে রোহিত ভারতীয় দলকে আরও উচ্চতায় নিয়ে যাবেন বলে আস্থার সুর সৌরভের গলায়।

“ভবিষ্যৎ নিয়ে আগে থেকে কিছু বলা খুবই কঠিন। তবে ভারত কিন্তু ভীষণ শক্তিশালী দল। দলের কোচ খুবই ভাল এবং ভারতীয় দল একজন দক্ষ নতুন অধিনায়কের হাতে রয়েছে।

ক্রিকেট টিম গেম। খেলোয়াড়, অধিনায়ক এবং কোচ, সকলে মিলে একটি দলকে সফল করে তোলে। ভারতীয় দল বিগত পাঁচ বছরে যথেষ্ট সাফল্য লাভ করেছে।

ভবিষ্যতে আলাদা কিছু হওয়ার কোনো কারণ আমি অন্তত খুঁজে পাচ্ছি না। ওদের জন্য আমার তরফে অনেক শুভকামনা এবং আশা করছি ভারতীয় ক্রিকেট অদূর ভবিষ্যতে আরও অনেক উচ্চতায় পৌঁছবে,” মত সৌরভের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*