আবারো মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত – পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ আগামী ২৩ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এদিকে ২৫ ডিসেম্বর ভারত মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। বড়দিনের দিন ভারত-পাকিস্তান এই বিগ ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় অনুযায়ী বেলা ১০.৩০ মিনিটে।

অন্যদিকে টুর্নামেন্টের বি-গ্রুপে রয়েছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। প্রথম দিনেই শারজায় শ্রীলঙ্কা লড়াই চালাবে কুয়েতের বিরুদ্ধে। পাকিস্তান মাঠে নামবে আফগানিস্তানের বিরুদ্ধে। আর ২৪ ডিসেম্বর শারজায় নেপালের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ।

২৫ ডিসেম্বর ভারত-পাক লড়াই ছাড়াও অনুষ্ঠিত হবে বাংলাদেশ-কুয়েত ও আফগানিস্তান-আমিরশাহি ম্যাচ। ২৬ ডিসেম্বর শ্রীলঙ্কা খেলবে নেপালের বিরুদ্ধে।

২৭ ডিসেম্বর ভারত-আফগান লড়াই ছাড়াও অনুষ্ঠিত হবে পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ। ২৮ ডিসেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার এবং নেপাল খেলবে কুয়েতের বিরুদ্ধে।

৩০ ডিসেম্বর ২টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে আইসিসি অ্যাকাডেমি ও শারজায়। ৩১ ডিসেম্বর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*