বর্ডার গাভাস্কার ট্রফির নতুন নাম দিলেন সচিন তেন্ডুলকার। সোশ্যাল মিডিয়ায় করলেন বিশেষ ট্যুইট। নাগপুরে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারত। তার আগের দিন মজাদার ট্যুইট করলেন সচিন।
ট্যুইট করে সচিন তেন্ডুলকর বলেছেন –
আমার এবং স্যার (সুনীল গাভাস্কার) এর মধ্যে কোনও ‘বর্ডার’ নেই, এটা আসলে B T G , এখানে T মানে তেন্ডুলকার।
No ‘Border’ between Gavaskar sir and me… in this photo it’s actually B-T-G! 😜#IYKYK https://t.co/7st7Ux8y2n
— Sachin Tendulkar (@sachin_rt) February 8, 2023
ছবিটা ১৯৯৬-৯৭ মরশুমের প্রথম বর্ডার গাভাস্কার ট্রফির। সেইবার ১-০ ব্যবধানে এই সিরিজ জিতেছিলো ভারত সচিন তেন্ডুলকারের নেতৃত্বে। এরপর ভারত আরো নয়টি বর্ডার গাভাস্কার ট্রফি জিতেছিলো, অস্ট্রেলিয়া ছয়টি। একবার ড্র হয়েছিল।
২০০৪-০৫ সালের পর এখনও অবধি বর্ডার গাভাস্কার ট্রফি জেতেনি অস্ট্রেলিয়া। টানা চার বার এই ট্রফি জিতেছে ভারত। তাই এখন অস্ট্রেলিয়া দলের সামনে বিরাট চ্যালেঞ্জ।