এবার কোহলি-রোহিতের দ্বন্ধ নিয়ে মুখ খুললেন কোহলি, তোলপাড় ক্রিকেটবিশ্ব

সম্প্রতি সাদা বলের ক্রিকেটে বিরাট কোহলিকে সরিয়ে রোহিত শর্মাকে দায়িত্ব দিয়েছে ভারত। কিন্তু, নেতৃত্বের বদল আসার পরপরই রোহিত-কোহলির মধ্যকার সম্পর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে।

যদিও ভারতীয় গণমাধ্যমে প্রায়ই দুজনের মধ্যকার দ্বন্দ্ব নিয়ে লেখা হয়। এবার যেন সে মাত্রাটা বেড়েছে। বিষয়টি নিয়ে বিরক্ত কোহলি নিজেও। সংবাদমাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন, রোহিতের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে সীমিত ফরম্যাটের নেতৃত্ব ছাড়েন কোহলি। তবে, টেস্ট ও ওয়ানডের নেতৃত্বে থাকতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দিয়েছে বিসিসিআই। দুই ফরম্যাটের নেতৃত্ব হারানোর পর আলোচনায় এসেছে রোহিত-কোহলির মধ্যকার সম্পর্ক।

গতকাল বুধবার এ ব্যাপারে সংবাদমাধ্যমে কোহলি বলেন, ‘আমি আগেও অনেকবার বলেছি, রোহিত আর আমার মধ্যে কোনো সমস্যা নেই। সত্যি বলতে গত দুই থেকে আড়াই বছরে আমি বিষয়টি বারবার পরিষ্কার করেছি। এ বিষয়ে বলতে বলতে আমি এখন ক্লান্ত। কারণ বারবার আমাকে একই প্রশ্ন করা হচ্ছে।’

চোটের কারণে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন রোহিত। এরপরই ভারতীয় গণমাধ্যমে খবর বের হয়, ওয়ানডে সিরিজ থেকে নাকি ছুটি চেয়েছেন কোহলি, যা নিয়ে খুব আলোচনা হয়।

কোহলি আভাস দিলেন এমন কিছু হয়নি। বরং দেশের ক্রিকেটের প্রতি তিনি অঙ্গীকারবদ্ধ।

কোহলির ভাষায়, ‘একটা বিষয় আমি নিশ্চিত করে বলতে পারি, যতদিন ক্রিকেট খেলব, আমার কোনো কাজ বা কথাবার্তায় দলকে হেনস্তা হতে হবে না। ভারতীয় ক্রিকেটের প্রতি এটাই আমার অঙ্গীকার।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*