এবার নতুন দলের হয়ে আইপিএল মাতাবেন গম্ভীর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে যুক্ত হয়েছে দুটি নতুন দল। এর একটি তথা লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি দলের সাপোর্ট স্টাফ হিসেবে ভারতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার গৌতম গম্ভীরকে নিয়োগ দিয়েছে।

নতুন দলটিতে পরামর্শক হিসেবে যোগ দেবেন দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক । শনিবার লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা খবরটি নিশ্চিত করে জানান, ‘হ্যাঁ, আমরা তাকে (গম্ভীর) নিয়েছি।’

এর আগে অ্যান্ডি ফ্লাওয়ারকে কোচ হিসেবে নিয়োগ দেয় লক্ষ্ণৌ। ফ্র্যাঞ্চাইজিটির কোচিং স্টাফে জিম্বাবুয়ের এই সাবেক অধিনায়কই প্রথম নিয়োগ পান। এবার সাপোর্ট স্টাফে যোগ দেবেন গম্ভীর।

২০২২ সালে আইপিএলে অভিষেক হবে আরপিএসজি গ্রুপের মালিকানাধীন লক্ষ্ণৌর। এই ক্রিকেট লিগে এবার যোগ হয়েছে দুই নতুন দল। লক্ষ্ণৌ ছাড়া অন্য দলটি আহমেদাবাদ। গত আগস্টে অনুষ্ঠিত নিলাম থেকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কিনে এই দুই দল।

আইপিএলের গত দুই মৌসুমে পাঞ্জাব কিংসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। সে সময় দলটির অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। এই ভারতীয় ব্যাটার-উইকেটরক্ষককেও লক্ষ্ণৌতে আনার চিন্তা করছেন সঞ্জীব গোয়েঙ্কা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*