ভারতীয় দল শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি২০ ম্যাচ খেলতে নামবে। এরপরে শুরু হবে একদিনের সিরিজ। সেই দলে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা । আঙুলের চোট কাটিয়ে ফিরতে চলেছেন তিনি।
তাই একদিনের সিরিজের আগে প্রস্তুতিতে নিজেকে নিংড়ে দিচ্ছেন ভারত অধিনায়ক। তবে সবটাই করছেন বেশ মজা করে। রোহিত জিম করতে করতে কখনও নেচে নিচ্ছেন, আবার ডুবে যাচ্ছেন পরিশ্রমে।
নাচের পাশাপাশি, রোহিত শর্মাকে কঠোর পরিশ্রম অর্থাৎ জিম করতেও দেখা যায়। এই ভিডিওটি শেয়ার করার পাশাপাশি রোহিত শর্মা ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘যা আপনাকে ভাল রাখে, তাই করুন।’ তাঁর স্ত্রী রিতিকা সাজদেও এই পোস্টে কমেন্ট করেছেন। এই ভিডিও এখন ভাইরাল।
রোহিত শর্মা সম্প্রতি বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ খেলেছেন। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলে মারাত্মক চোট পান রোহিত। এ কারণে সেই ম্যাচে খেলতে পারেননি তিনি।
যদিও সপ্তম উইকেটের পতনের পর ব্যাট করতে নামেন রোহিত। চোট নিয়ে রোহিত দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন। দারুণ ইনিংস খেলেও শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতাতে পারেননি ভারত অধিনায়ক।
এরপর ভারতে ফিরে আসেন রোহিত। চিকিৎসার জন্য। ফলে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারেননি তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের টি২০ সিরিজ থেকে বিশ্রাম পেয়েছেন রোহিত শর্মা।
ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়া:
রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ইশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ। উমরান মালিক এবং আর্শদীপ সিং।
ভারত বনাম শ্রীলঙ্কা একদিনের সিরিজের সময়সূচি
১ম ওডিআই – ১০ জানুয়ারি, গুয়াহাটি
২য় ওডিআই – ১২ জানুয়ারি, কলকাতা
৩য় ওডিআই – ১৫ জানুয়ারি, তিরুবনন্তপুর