
গতকাল অবিশ্বাস্য ভাবে শেষ হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ান গুজরাট টাইটান্স বনাম কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার ম্যাচ। হারা ম্যাচকে ঘুরিয়ে দিয়ে জিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
আর এই জয়ের নায়ক রিংকু। রশিদ খানের অনবদ্য হ্যাটট্রিকে ম্যাচ গুজরাট টাইটান্সের দিকে ঘুরে গিয়েছিল। সেখান থেকে জয়ের বন্দরে যেতে কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ছিল অভাবনীয় কিছু।
আর সেটাই যেন উপহার দিলেন রিংকু সিং। তবে এই জয়ের নায়ক হতে পারতেন রশিদ খানও। প্রথম ৩ ওভারে ৩৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
সেই রশিদ খান ব্যক্তিগত কোটার শেষ ওভারে এসে প্রথম তিন বলে তুলে নিলেন ৩ উইকেট! টি-২০ ক্রিকেটে আরেকটি হ্যাটট্রিক করে এই লেগস্পিনার ছাড়িয়ে গেলেন সবাইকে।
রশিদের সবশেষ হ্যাটট্রিকটি এসেছে রোববার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
চলতি আসরেরও প্রথম হ্যাটট্রিক এটি। এর মাধ্যমে ২০ ওভারের ক্রিকেটে প্রথম বোলার হিসেবে চারটি হ্যাটট্রিক করলেন রশিদ। এছাড়া তিনটি করে হ্যাটট্রিক আছে অ্যান্ড্রু টাই, মোহাম্মদ শামি, অমিত মিশ্র, আন্দ্রে রাসেল ও ইমরান তাহিরের।
হ্যাটট্রিক করলেও অবশ্য ম্যাচে হারের তিক্ত স্বাদ পেয়েছেন রশিদ। রিংকু সিংয়ের অতিমানবীয় পারফরম্যান্সে শেষ পাঁচ বলে ৫টি ছক্কা হজম করে ম্যাচ হারে তার দল গুজরাট।
Leave a Reply