
আমদাবাদে কেকেআরের বিরুদ্ধে হোম ম্যাচে গুজরাট টাইটানসকে নেতৃত্ব দিতে নামেন রশিদ খান। টসের আগে পর্যন্ত ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি কিছু।
তবে আমদাবাদে নীতিশ রানার সঙ্গে রশিদ খানকে গুজরাটের হয়ে টস করতে নামতে দেখে চমকে যান সকলে। সেই সঙ্গে গুজরাট সমর্থকদের শিরদাঁড়ায় বয়ে যায় আতঙ্কের চোরা স্রোত। তবে কি চোটের কবলে পড়লেন পান্ডিয়া?
রশিদ টস করতে নামা মাত্রই এটা স্পষ্ট হয়ে যায় যে রবিবার কেকেআরের বিরুদ্ধে খেলছেন না হার্দিক পান্ডিয়া। টসের পরে অস্থায়ী দলনায়র রশিদ খান জানান হার্দিকের না খেলার কারণ।
আসলে ম্যাচের আগে অসুস্থতা অনুভব করেন হার্দিক। তাই তিনি মাঠে নামার ঝুঁকি নেননি। রশিদ অবশ্য সমর্থকদের আশ্বস্ত করেন একথা জানিয়ে যে, দু-একদিনের বিশ্রামেই সুস্থ হয়ে যাবেন পান্ডিয়া।
সুতরাং, গুজরাটের পরের ম্যাচে হার্দিকের নেতৃত্বে ফিরতে অসুবিধা হওয়ার কথা নয়। হার্দিকের পরিবর্তে কেকেআরের বিরুদ্ধে অল-রাউন্ডার বিজয় শঙ্করকে মাঠে নামায় গুজরাট টাইটানস।
কেকেআর তাদের প্রথম একাদশে একাধিক রদবদল করে। তারা টিম সাউদি বসিয়ে লকি ফার্গুসনকে মাঠে নামায়। মনদীপকে বসিয়ে প্রথম একাদশে সুযোগ করে দেয় নারায়ন জগদীশানকে।
তাছাড়া এই ম্যাচে শুরু থেকেই মাঠে নামেন সুয়াশ শর্মা, যিনি গত ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নেমে ৩টি উইকেট নেন। বেঙ্কটেশ আইয়ারের জায়গা হয়নি প্রথম একাদশে।
তবে পরিবর্ত প্লেয়ারদের তালিকায় তাঁর নাম থাকায় বুঝে নিতে অসুবিধা হয় না যে, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বিঙ্কটেশকে মাঠে নামাতে পারে কেকেআর ।
Leave a Reply