বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে টসে হেরে বোলিংয়ে ভারত সুতরাং, নাগপুরে রান তাড়া করবে টিম ইন্ডিয়া।উসমান খোয়াজাকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভিড ওয়ার্নার। বোলিং শুরু করেন মহম্মদ শামি। প্রথম ওভারে ২ রান ওঠে।
১.১ ওভারে সিরাজের বলে ১ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন উসমান। অস্ট্রেলিয়া ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান।
২.১ ওভারে মহম্মদ শামির বলে ১ রান করে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া ২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ। ৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৬ রান।
১৫.১ ওভারে অক্ষর প্যাটেলের বলে স্লিপে স্টিভ স্মিথের ক্যাচ ছাড়েন বিরাট কোহলি। ২২তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। প্রথম দিনের লাঞ্চে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলে।
লাঞ্চের পরেই ভারতকে সাফল্য এনে দিলেন জাদেজা। ৩৬ ওভারের ৫ম বলে ৪৯ রান করা মার্নাস ল্যাবুশানকে এবং শেষ বলে সদ্য ক্রিজে আসা ম্যাট রেনশনকে এলবিডব্লিউ-এর ফাদে ফেলে শূণ্য রানে ফেরান জাদেজা। অস্ট্রেলিয়া ৮৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন পিটার হ্যান্ডসকম্ব।
৪১.৬ ওভারে জাদেজার বলে ৩৭ রান করে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়া ১০৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যালেক্স ক্যারি।৪৬ ওভার শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১২৯ রান।
৫২তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকায় অস্ট্রেলিয়া।৫৩.১ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে ৩৬ রান করে বোল্ড হয়ে ফেরেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়া ১৬২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্যাট কামিন্স।
টেস্টে অশ্বিনের এটি ৪৫০তম উইকেট। তিনি তৃতীয় দ্রুততম বোলার হিসেবে এই মাইলস্টোনে পৌঁছন। ১৬৭তম ইনিংসে অশ্বিন ৪৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছন। মুরলিধরন ১৩২ ও কুম্বলে ১৬৫ ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন।
৫৭.৩ ওভারে অশ্বিনের বলে ৬ রান করে স্লিপে কোহলির হাতে ধরা পরে ফেরেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া ১৭২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টড মার্ফি।৫৮.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন টড মার্ফি। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ১৭৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ন্যাথন লিয়ঁ।
কাম ব্যাক টেস্টের প্রথম ইনিংসেই ৫ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। ৬২.৩ ওভারে জাদেজার বলে ৩১ রান করা পিটার হ্যান্ডসকম্বকে এলবিডব্লিউ-এর ফাদে ফেলে ফেরান । অস্ট্রেলিয়া ১৭৬ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন স্কট বোল্য়ান্ড। জাদেজা ২২ ওভার বল করে ৮টি মেডেন-সহ ৪৭ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছেন।৬৩.৫ ওভারে অশ্বিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন স্কট বোল্যান্ড। অস্ট্রেলিয়া ১৭৭ রানে অল-আউট হয়ে য়ায়।