সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাবিতে রাজধানীর কারওয়ানবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রবাসীরা। আজ মঙ্গলবার সকাল ১০টায় সড়ক অবরোধ করেন তারা। ফলে সড়কের ২ পাশে যান চলাচল বন্ধ রয়েছে।
আকামার মেয়াদ শেষ হচ্ছে, করোনার সময় দেশে ফেরা প্রবাসীদের। গতকাল সোমবার ঢাকার মতিঝিলে বিমান বাংলাদেশে এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে বিক্ষোভ করেছিলেন সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীরা।
নির্ধারিত সময়ের মধ্যে সৌদি আরব যেতে না পারলে কাজ হারাতে হবে তাদের। এমন শঙ্কা নিয়ে সৌদি আরবের বিমান টিকিট পেতে আজও সৌদি এয়ারলাইন্সের অফিসে ভিড় করেছেন, কয়েক হাজার প্রবাসী। তবে টিকিট নিয়ে কাটছে না জটিলতা।
তাদের অভিযোগ, বিমানের কারণে সৌদি আরবের এয়ারলাইন্সগুলোর চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকে পড়েছেন।
বিমানের এমডি বলেন, যেসব যাত্রীর কাছে সৌদি আরব যাওয়ার টিকিট রয়েছে কেবল তাদের আসন বরাদ্দ করা হবে। আপাতত নতুন টিকিট বিক্রি করা হবে না।