কেপটাউনে এবার ধোনিকে ছাপিয়ে গেলেন দুর্দান্ত ঋষভ পন্থ

মহেন্দ্র সিং ধোনি তাঁর আদর্শ। তাঁকে দেখেই ক্রিকেটের বাইশগজে অনুপ্রাণিত হয়েছেন ঋষভ পন্থ। সেই ক্যাপ্টেন কুলের রেকর্ডই এবার টপকে গেলেন ভারতীয় দলের তরুণ উইকেটকিপার ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসাবে সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ। সেইসঙ্গেই টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ডও। প্রথম ভারতীয় উইকেটকিপার হিসাবে দক্ষিণ আফ্রিকার মাটিতে শতরান করলেন তিনি। আর এই সেঞ্চুরিই এখন সর্বোচ্চ।

২০১০-১১ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে উইকেটকিপার ব্যাটার হিসাবে সর্বোচ্চ স্কোর করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তবে সেটা ছিল সেঞ্চুরিয়নে। ৯০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দীর্ঘ ১২ বছর ধরে সেই রেকর্ড কেউ টপকাতে পারেননি। ২০১৮ সালে শেষবার প্রোটিয়াদের মাটিতে টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেখানেও সেই রেকর্ড বদল করা সম্ভব হয়নি। নতুন বছরে বদলে গেল সমস্ত হিসাব নিকাশ।

ধোমনি ভক্ত পন্থের হাতেই ভাঙল মহেন্দ্র সিং ধোনির সেই রেকর্ড। প্রায় এক যুগ পর প্রোটিয়াদের মাটিতে ধোনির ৯০ রানকে টপকে গেলেন ঋষভ পন্থ। তাও আবার দক্ষিণ আফ্রিকার একেবারে দূর্ভেদ্য দূর্গে। কেপটাউনের মঞ্চে ভারতের সবচেয়ে বিপদের মুহূর্তে সেঞ্চুরি ইনিংস খেললেন তিনি। শুধু মহেন্দ্র সিং ধোনিকে টপকে যাওয়া নয়, এশিয়ার প্রথম উইকেটকিপার হিসাবেও এক অনন্য রেকর্ড গড়লেন তিনি।

এশিয়ার প্রথম উইকেটকিপার ব্যাটার হিসাবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মাটিতে শতরান পেলেন ঋষভ পন্থ
এদিন ম্যাচের শুরুতেই জোড়া উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ভারত। নেমেই সাজঘরে ফেরেন চেতেস্বর পুজারা। এরপর অজিঙ্ক রাহানে ছিলেন কয়েক বলের অতিথি। ৫৮ রানের মধ্যে ৪ উইকেট খুইয়ে রীতিমত চাপে পড়ে যায় ভারতীয় দল। সেই সময় ক্রীজে ছিলেন বিরাট কোহলি। তাঁকে সঙ্গ দিতে আসেন ঋষভ পন্থ। বেশ কয়েকদিন ধরেই তাঁর ব্যাটিং নিয়ে নানান সমালোচনা চলছে।

সেখানে এটই হয়ত সবচেয়ে ভাল জবাব দেওয়ার মঞ্চ ছিল। আর তাতেই সাফল্য পেলেন ঋষভ পন্থের। বিরাট কোহলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টনারশিপ গড়ার কাজটা চালাতে শুরু করেন তিনি। ৭২ রানের পার্টনারশিপ গড়ে ফিরে যান বিরাট কোহলিও। তখন থেকে পুরো চাপটাই ২৪ বর্ষীয় ঋষভ পন্থের কাঁধে। কখনও তাঁর সঙ্গী অশ্বিন, তো কখনও শার্দূল, সামি। কেউই বেশীক্ষণ ক্রীজে দাঁড়াতে পারেননি। তবে লড়াইটা থামেনি।

একেহাতে ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করে যান ঋষভ পন্থ। ইংল্যান্ড, অল্ট্রেলিয়ার পর দক্ষিণ আফ্রিকাতেও প্রথম সেঞ্চুরিটা করে ফেলেন তিনি। সেইসঙ্গে মহেন্দ্র সিং ধোনির রানও টপকে যান ঋষভ পন্থ। একইসঙ্গে এশিয়ার প্রথম উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে এই তিন দেশে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন এই তরুণ তারকা। কেপটাউনের বাইশগজে ১০০ রানে অপরাজিত থাকেন ঋষভ পন্থ। আর তাঁর এই পারফরম্যান্সেই এখন মুগ্ধ সকলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*