কেপটাউনে পর পর দুই উইকেট হারিয়ে প্রচন্ড চাপের মুখে ভারত,দেখে নিন সর্বশেষ স্কোর

এমন অবস্থায় কেপটাউনে জেতার জন্য মুখিয়ে থাকবে দুই দলই। ভারতের কাছে সুযোগ প্রথম বার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জেতার।

টসে জিতে কেপটাউনে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কোহলী। হনুমা বিহারীর জায়গায় দলে এলেন বিরাট কোহলী। মহম্মদ সিরাজের বদলে খেলবেন উমেশ যাদব।

ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন লোকেশ রাহুল এবং ময়াঙ্ক আগরওয়াল। কাগিসো রাবাডা এবং দুয়ান অলিভিয়ের বল ভালই সামলাচ্ছেন দু’জনে।রাবাডার বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন ময়াঙ্ক। কিন্তু শরীর ছুড়েও সেই ক্যাচ ধরতে পারলেন না পিটারসেন।

অলিভিয়েরের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রাহুল। ৩৫ বলে ১২ রান করেছেন তিনি।
রাহুল আউট হওয়ার পরের ওভারেই আউট ময়াঙ্ক। তাঁকে ফেরালেন রাবাডা। ৩৫ বলে ১৫ রান করে আউট ময়াঙ্ক।

দুই ওপেনার ফেরার পর ক্রিজে রয়েছেন চোট সারিয়ে দলে ফেরা কোহলী এবং গত ম্যাচে ছন্দ খুঁজে পাওয়া পুজারা। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ৪১/২।৫০ রানের গণ্ডি পার করল ভারত। ক্রিজে পুজারা এবং কোহলী।

দুই ওপেনার ফেরার পর ক্রিজে রয়েছেন চোট সারিয়ে দলে ফেরা কোহলী এবং গত ম্যাচে ছন্দ খুঁজে পাওয়া পুজারা।

সংক্ষিপ্ত স্করঃ
ভারতঃ ৬৭/২ (২৬)
কহলিঃ ৪৮ বলে ১৩ রান
পূজারাঃ৪৫ বলে ২২ রান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*