কোয়ারেন্টাইন ইস্যুতে এখনো ঝুলে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা তিন ম্যাচের টেস্ট সিরিজ। বেশ কিছুদিন ধরেই বাংলাদেশি লঙ্কা এই সিরিজে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্তের কথা জানানোর পর এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি শ্রীলংকা ক্রিকেট বোর্ড।
মূলত ১৪ দিনের কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে এই সিরিজ। বিসিবি চাইছে সাতদিনের এবং শ্রীলংকা সরকার চাইছে ১৪ দিনের। এই নিয়ে বেশ কিছুদিন ধরে বেশ আলোচনা হচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে।
এছাড়াও বিসিবির দেওয়ার শর্ত পূরণ করার জন্য শ্রীলংকা ক্রিকেট বোর্ড এবং শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়, শ্রীলংকার সেনাবাহিনীর সাথে একাধিকবার বৈঠক বসেছে।
তবে এখনো পর্যন্ত বাংলাদেশকে কোন সিদ্ধান্ত জানাতে পারেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এদিকে এই ইস্যুতে মুখ খুলেছেন আইসিসির ম্যাচ রেফারি রঞ্জন মাদুগাল। এসময় তিনি বাংলাদেশের পক্ষ নিয়ে কথা বলেছেন।
আইসিসির প্রধান ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালেও লংকান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছেন, তারা যেন দেশটির স্বাস্থ্য বিভাগকে বোঝানোর চেষ্টা করেন যে, বাংলাদেশ দল যেভাবে কোয়ারেন্টাইনে থেকে অনুশীলন করতে চাচ্ছে সেটা পুরোপুরি নিরাপদ। ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে ক্রিকেটাররা অনুশীলন করলে কোন সমস্যা নেই বলে উল্লেখ করেছেন তিনি।