
সদ্য সমাপ্ত তিন ম্যাচের টেস্ট সিরিজে সাউথ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ের পরের দিনই আকস্মিক ভারতের টেস্ট দলের অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি ।







বিরাট কোহলি’র এই আকস্মিক সিদ্ধান্তে মন খারাপ গোটা ক্রিকেট মহলের।
বিরাটের অগুনতি ভক্তদের সাথে সাথে, অনেক প্রাক্তন-বর্তমান ক্রিকেটার’রাও তার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে, তাকে ভবিষ্যতে আরও উন্নতির পথে এগিয়ে যাওয়ার বার্তা জানিয়েছেন। এরই সাথে বিরাটের দীর্ঘ ৭ বছর টেস্ট অধিনায়কত্বের পদে থাকাকালীন ভারতীয় দল যে উন্নতির মুখ দেখেছে তারও প্রশংসা করেছে সকলে।
এদিন ভারতীয় ক্রিকেট মহলের প্রাক্তন-বর্তমান ক্রিকেটারদের মধ্যে থেকে বাদ যাননি ভারতের প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার শচীন টেন্ডুলকার’ও। ভারতের টেস্ট অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর পর তিনি আগামী দিনের জন্য বিরাট কোহলি’কে অনেক শুভেচ্ছা জানিয়েছেন।







শচীন ট্যুইট করে তিনি বিরাটের উদ্দেশ্যে লিখেছেন , ” অধিনায়ক হিসাবে সফল দায়িত্ব পালনের জন্য অভিনন্দন কোহলি। তুমি সর্বদা দলের জন্য নিজের ১০০% দিয়েছো এবং আগামী দিনেও তুমি সেটাই করবে। ভবিষ্যতের জন্য তোমাকে অনেক শুভকামনা জানাই “।







Leave a Reply