গুজরাটের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পাওয়ার পরই বড় সুখবর পেলো কেকেআর

কলকাতা নাইট রাইডার্স শনিবার জানিয়ে দিয়েছিল, রবিবার শহরে আসছেন লিটন দাস। সেই মতো রবিবার রাতে কলকাতায় পা রাখলেন বাংলাদেশের ক্রিকেটার।

তখন সবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রিঙ্কু সিংহের ঝড়ে শেষ ওভারে জেতে কেকেআর। তার মধ্যেই শহরে পা বাংলাদেশ তারকা। শহরে এলেও দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি।

কারণ,এখনও আমদাবাদে রয়েছে কেকেআর। তাই দল শহরে ফিরলে তার পর দলের সঙ্গে যোগ দেবেন লিটন। নাইট রাইডার্সের তরফে শনিবার জানানো হয়েছিল যে, ঢাকা থেকে সোজা কলকাতায় আসবেন লিটন।

দল এই মুহূর্তে আমদাবাদে রয়েছে। সেখানে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জিতেছে কেকেআর। কলকাতায় ফিরলে দলের সঙ্গে যোগ দেবেন লিটন। কলকাতার তরফে আরও জানানো হয়েছিল যে, তাদের পরের ম্যাচ থেকে লিটনকে খেলাতেও পারবে।

রবিবারের পর কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল। হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতাতেই হবে সেই ম্যাচ। ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছিল বাংলাদেশ। ৭ এপ্রিল শেষ হয় সেই ম্যাচ।

এর পরেই বাংলাদেশের উইকেটরক্ষক কলকাতায় আসবেন বলে জানা গিয়েছিল। যদিও বাংলাদেশের একটি ক্রিকেট ওয়েবসাইট দাবি করে যে, ১০ এপ্রিল ঢাকা প্রিমিয়ার লিগে খেলে আইপিএল খেলতে আসবেন লিটন। কেকেআর জানিয়ে দেয় যে তার আগেই কলকাতা আসবেন তিনি।

শাকিব আল হাসান এবং লিটনকে নিলামে কিনতে ২ কোটি টাকা খরচ করেছিল কেকেআর। শাকিব যদিও আইপিএলে আসতে পারেননি। তাঁর বদলে জেসন রয়কে দলে নেয় কলকাতা। লিটন আসবেন।

যদিও মে মাসে আয়ারল্যান্ডে খেলতে যাবে বাংলাদেশ। সেই ম্যাচ খেলতে চলে যাবেন লিটনও। শাকিব এবং লিটনকে আইপিএলের শুরু থেকে কলকাতা না পেলেও দিল্লি ক্যাপিটালসে শুরু থেকেই রয়েছেন মুস্তাফিজুর রহমান। যদিও তাঁকে এখনও কোনও ম্যাচে খেলানো হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*