ভারতীয় দলের নেতৃত্বের ধরন পুরোপুরি পাল্টে যেতে চলেছে। টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটে দু ধরনের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। পরবর্তী নেতাকে তৈরি করা প্রক্রিয়াও শুরু হয়ে গেছে ইতিমধ্যে।
বিরাট কোহলি কে একদিনের ক্রিকেট থেকে সরিয়ে দেওয়ার পর সেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার কাঁধে। এখন রোহিতের এর সঙ্গে সহ-অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকছে লোকেশ রাহুল। ইতিমধ্যে রাহুল টি-টোয়েন্টি ফরম্যাটে সহ-অধিনায়কের পদ সামলেছে।
কোহেলির পরবর্তী ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা আসবেন এটাই ঠিক ছিল। ঠিক একই রকমভাবে রোহিতের পরবর্তী অধিনায়ক ও তৈরির কাজ শুরু হয়ে গেল।
বোর্ডের সূত্রে একটি খবর হচ্ছে যে, নির্বাচকদের বেশি পছন্দ রিশব পন্ত কে পরবর্তী অধিনায়ক করার । তার নেতৃত্বে দিল্লি আইপিএলে খারাপ পারফরম্যান্স করিনি। নেতৃত্ব দেয়ার ক্ষমতা তার মধ্যেও রয়েছে বলে মনে করছে নির্বাচকরা।
বোর্ডের এক সংবাদসূএ সংস্থা কে বলেছে যে, “ভারসাম্য রাখা খুব দরকার। নির্বাচকরা আচমকা কোনও পরিবর্তনের পক্ষে নন। কিন্তু আগামিদিনে তরুণ ক্রিকেটারদের বেশি করে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পন্থ সে ব্যাপারে অনেকটাই এগিয়ে।”