গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, ফাইনালে উঠতে ভারতের বিপক্ষে লড়বে যুবারা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কিন্তু মাঝপথেই ম্যাচটি বাতিল ঘোষণা করে হয়। মূলত একজন আম্পায়ার করোনায় আক্রান্ত হওয়ায় ম্যাচটি বাতিল ঘোষণা করেন আয়োজকরা।

ম্যাচটি বাতিল হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এর আগে নেপাল ও কুয়েত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে জয় পেয়েছিল টাইগার যুবারা।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা যুব দলের পয়েন্ট সমান ৪। দুইদলই দুইটি করে ম্যাচ জিতেছে। দুই দলের পয়েন্ট সমান থাকলেও রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ দল।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। মাহফিজুল ইসলাম ৪ ও ইফতেখার হোসেন ৩ রান করে ফিরেন। ওয়ান ডাউনে নামা প্রান্তিক নওরোজ নাবিল খেলেন ৪৫ রানের ইনিংস। অন্যদিকে আইচ মোল্লা করেন ২৪ রান।

আরিফুল ইসলাম ১৯ ও মোহাম্মদ ফাহিম ২৭ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ ৩২.৪ ওভার ব্যাটিং করে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান করে। লঙ্কানদের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন ট্রিভেন ম্যাথিউ ও দুনিথ ভেল্লালাগে।

আগামী ৩০ ডিসেম্বর সেমিফাইনালে ভারতীয় যুব দলের বিপক্ষে লড়বে টাইগার যুবারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*