চমকে গেলেন মোদী! ১৬০০০ কিমি দূর থেকে উপহার পেলেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসির রেপ্লিকা জার্সি

এবার লিওনেল মেসির জার্সি উপহার পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর্জেন্টিনার ওয়াই পি এফ সংস্থার প্রধানের তরফ থেকে সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের জার্সি উপহার দেওয়া হয়েছে ভারতের প্রধানমন্ত্রীকে।

ওই সংস্থার প্রধান পাবলো গঞ্জালেজ, ভারতীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘ইন্ডিয়ান এনার্জি উইক’ ইভেন্টে এই জার্সি উপহার দিয়েছেন মেসিকে।

ওয়াই পি এফ সংস্থাটি হলো রাষ্ট্রীয় মালিকানাধীন একটি আর্জেন্টাইন শক্তি কোম্পানি। এটি তেল ও গ্যাস অনুসন্ধান এবং উৎপাদনের পাশাপাশি গ্যাস ও পেট্রোলিয়াম পণ্য পরিবহন, পরিশোধন ও বিপণনের কাজের সঙ্গে যুক্ত।

জি-২০ এর অংশ হিসাবে ভারতের আয়োজিত প্রাকৃতিক শক্তি সংক্রান্ত এই ইভেন্টে সংস্থাটি যোগ দিয়েছিল। বেঙ্গালুরুর মাটিতে এই ইভেন্ট আয়োজিত হয়েছিল।

গত বছরের ডিসেম্বর মাসের ১৮ তারিখে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। ওই ফাইনালে ফ্রান্সের তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক সত্ত্বেও টাইব্রেকারে ম্যাচ জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ ঘরে তুলেছিলেন মেসিরা। ফাইনালে জোড়া গোল করে ম্যাচের সেরা হয়েছিলেন লিওনেল মেসি।

তখন মেসিদের এই অর্জনের জন্য তাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। ভারতীয় প্রধানমন্ত্রী টুইট করে লিখেছিলেন, “এই ম্যাচটা সকলের মনে থাকবে ফুটবল ইতিহাসের সবচেয়ে উত্তেজক একটা ম্যাচ হিসেবে।

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানাই। ভারতের লক্ষাধিক আর্জেন্টাইন এবং মেসি ভক্ত এই অসাধারণ জয়ের আনন্দ উপভোগ করছে।”

গতকাল, ৬ই ফেব্রুয়ারি মোদী বেঙ্গালুরুতে প্রথম ‘ইন্ডিয়ান এনার্জি উইক’ ইভেন্টে গ্রিন এনার্জি সেক্টরের আওতায় তিনটি নতুন উদ্যোগ চালু করেছেন। প্রথমটি ছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তত্ত্বাবধানে ‘আনবটলড’ প্রকল্প, যার অধীনে পলিথিন টেরেফথালেট (পিইটি) বোতলগুলিকে পুনর্ব্যবহার করে তার থেকে নিখুঁত ফ‍্যাব্রিক উৎপাদিত হবে।

অন্য দুটি প্রকল্পের মধ্যে একটি হলো সোলার কুকিং সিস্টেম। অপরটি হলো ই-২০ যা আদতে একটি ইথানল-মিশ্রিত জ্বালানী, যা সারা দেশে সরবরাহ করার আগে নির্বাচিত কয়েকটি শহরে ব্যবহার করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*