
মোহাম্মাদ আজহারউদ্দীন হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং সাবেক ভারতীয় ক্রিকেটার। তিনি একজন মার্জিত ব্যাটসম্যান ছিলেন এবং ১৯৯০ শতকে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। তিনি ১৯৮৮ সালে অর্জুন পুরস্কার লাভ করেন







দুর্ঘটনার কবলে পড়ল মহম্মদ আজহারউদ্দিনের গাড়ি। তবে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার রাজস্থানের সুরওয়ালে এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার কথা জানিয়ে আজহার নিজেই টুইট করছেন। লিখেছেন, ‘‘আজ একটা ছোট দুর্ঘটনার কবলে পড়েছিলাম। আমি ভাল আছি, সুরক্ষিত আছি।
সবাই যে অসংখ্য বার্তা পাঠিয়েছেন, তার জন্য ধন্যবাদ। সবাই যে আমার জন্য চিন্তিত ও উদ্বিগ্ন, তার জন্য ধন্যবাদ।’’
পরিবারের সঙ্গে আজহার রণথম্বোর যাচ্ছিলেন। লালসোত-কোটা মেগা হাইওয়েতে সুরওয়াল থানার কাছে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।







নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। গাড়িতে থাকা একজনেরই সামান্য চোট লেগেছে। আজহার ও তাঁর পরিবারকে অন্য একটি গাড়িতে কাছের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়।
তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি আজহার এখন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। কিছুদিন আগেই তিনি কলকাতায় এসে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে দেখা করে যান।







Leave a Reply