প্রথমবার ‘পরীক্ষা’ দিতে বসেই প্রশ্নের মুখে পড়লেন কে এল রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পার্লেতে প্রথম একদিনের ম্যাচে তাঁর একাধিক কৌশল নিয়ে প্রশ্ন উঠল। বিশেষত বেঙ্কটেশ আইয়ারকে দলে নিয়েও কেন বোলিং দেওয়া হল না,
শেষ ১০ ওভারে জসপ্রীত বুমরাহকে কেন মাত্র দু’ওভার বল করতে দেওয়া হল, তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন রাহুল।
বুধবার পার্লেতে ভারত ভালো শুরু করলেও ২০ ওভারের পর থেকে খেলায় ক্রমশ জাঁকিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। ২০ থেকে ৪০ ওভার পর্যন্ত কোনও উইকেট নিতে পারেননি ভারতীয় বোলাররা। রান দেন ১৩০।
সেইসময় রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহালরা তেমন দাগ কাটতে না পারলেও বেঙ্কটেশকে বল দেননি রাহুল। অথচ তাঁকে অল-রাউন্ডার হিসেবেই দলে নেওয়া হয়েছে। ম্যাচের আগে ষষ্ঠ বোলার হিসেবে ব্যবহারের কথাও বলেছিলেন রাহুল।
সেইসঙ্গে ডেথ ওভারে বুমরাহকে কেন মাত্র দু’ওভার বল দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাহুলের সেইসব কৌশলে রীতিমতো হতাশ হয়েছেন নেটিজেনদের একাংশ। তেমনই একজন বলেন, ‘ডেথে বুমরাহকে মাত্র দু’ওভার! আমি আর কিছু বলতে চাই না।’ অপর একজন বলেন, ‘আমাদের ফিল্ডিং/বোলিং দেখে সত্যি মনে হচ্ছে যে অটো-পাইলট মোডে আছে।
বোলিং বিভাগকে স্রেফ ছেড়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে। কেএলকে দেখে বিভ্রান্ত মনে হচ্ছে? পন্তকে দেখে ওই ঠিকঠাক লাগছে। যখন দরকার, তখন ঠিকঠাক করছে। ব্যস, ওইটুকুই।’