ছাল নাই কুত্তার বাঘা তার নাম, ভারত’কে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মিয়াঁদাদ’কে সাঙ্ঘাতিক জবাব দিলেন ভেঙ্কটেশ প্রসাদ

ভারত-পাকিস্তানের সম্পর্ক সবারই সকলের জানা। একেবারে আদায়-কাঁচকলায় বললে এতটুকু অত্যুক্তি হবে না। এর মধ্যে আবার পাকিস্তানে এশিয়া কাপ আয়োজন করা নিয়ে বড় সমস্যা শুরু হয়েছে। যা নিয়ে দুই দেশের মধ্যে তীব্র বাদানুবাদ চলছে।

বিসিসিআই পাকিস্তানে না খেলার সিদ্ধান্তে অটল। রাজনৈতিক কারণেই ভারতের পক্ষে পাকিস্তানে গিয়ে খেলা সম্ভব নয়, সেটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। স্বভাবতই এশিয়া কাপ আয়োজনের স্বপ্ন ভঙ্গ হতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। কারণ সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তান থেকে সরে যাচ্ছে এশিয়া কাপ।

কার্যত, এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা ছিল, কিন্তু বিসিসিআই সচিব জয় শাহ গত বছরই স্পষ্ট করে দিয়েছিলেন যে, ভারতীয় দল পাকিস্তানে খেলবে না। এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে পাকিস্তানের বাইরে টুর্নামেন্ট আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা করার অপেক্ষা।

টুর্নামেন্ট সরে যাওয়ার কারণে অবশ্য গোটা পাকিস্তান ক্ষুব্ধ এবং প্রাক্তন পাক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ এই নিয়ে বিতর্কিত বক্তব্যও করেছেন। যা নিয়ে এখন সমগ্র ক্রিকেট বিশ্বে তীব্র চর্চা চলছে।

প্রসঙ্গত, শুধুমাত্র আইসিসি এবং এসিসি টুর্নামেন্টেই ভারত এবং পাকিস্তান মুখোমুখি হয়ে থাকে। এশিয়া কাপের আয়োজক হওয়ার পর পিসিবি আশা করছিল যে, পাকিস্তানে খেলতে আসবে ভারত, এবং সেটা হলে তারা আর্থিক ভাবে লাভবান হত।

তবে এরকমটা ঘটছে না। বিসিসিআই-এর চাপে এশিয়া কাপ পাকিস্তানে থেকে সরানো হচ্ছে। সম্ভবত সংযুক্ত আরব আমিরশাহিতেই হবে এই টুর্নামেন্ট। মার্চে এর আনুষ্ঠানিক ঘোষণা হবে বলে জানা গিয়েছে।

পিসিবি প্রধান নাজাম শেঠি হুমকি দিয়েছেন যে, এশিয়া কাপ পাকিস্তানের বাইরে চলে গেলে তিনি আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাবর আজমদের ভারতে পাঠাবেন না। এই প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ আবার বলেছেন,

আমি আগেও বলেছিলাম, ভারত আসবে না তো আসবে না। তাতে আমাদের কিছু এসে যাবে না। ওরা জাহান্নমে যাক। পাকিস্তানও যদি ভারতে খেলতে না যায়, মরে যাবে না। পাকিস্তান ক্রিকেট আর ভারতের উপর নির্ভরশীল নয়।

আমরা তো দেশের মাটিতে ক্রিকেট খেলছি। ওদের আসার ব্যাপারটা আইসিসি-র উপর নির্ভর করছে। যদি আইসিসি ওদের নিয়ন্ত্রণ করতে না পারে তা হলে ওদের রাখারই দরকার নেই। আইসিসি-র উচিত প্রত্যেক দেশের জন্যে একটা করে নিয়ম রাখা। যদি ওরা না আসে, তা হলে সংস্থার কর্তাদের সরিয়ে দেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে কেন ভয় পায় ? কারণ, ওরা জানে পাকিস্তানের কাছে হেরে গেলে ভারতের জনগন ছেড়ে দেবে না। ওখানকার প্রধানমন্ত্রীর চেয়ার চলে যাবে।”

মিয়াঁদাদের এই বক্তব্যের পাল্টা এক হাত নিয়েছেন প্রাক্তন ভারতীয় বোলার ভেঙ্কটেশ প্রসাদ। টুইটারের মাধ্যমে তিনি উপযুক্ত জবাব দিয়েছেন। প্রসাদ লিখেছেন,
ওরা (ভারতীয়রা) নরকে (পাকিস্তানে) যেতে রাজি নয়।”

রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরানোর পর পিসিবি এখন চাইছে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপও ভারত থেকে সরানো হোক। সেই নিয়ে তারা চার দিতে শুরু করেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী মাসে, যখন দুই বোর্ডের প্রধানরা আবার আইসিসি এবং এসিসি বৈঠকে মিলিত হবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *