
ইশান কিষাণকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন দীপক চাহার। তৃতীয় বলে চার মেরে খাতা খোলেন রোহিত। শেষ বলে আরও একটি চার মারেন হিটম্যান। প্রথম ওভারে ১০ রান ওঠে। রোহিত ৯ রানে ব্যাট করছেন।
চতুর্থ ওভারে পুনরায় বল করতে আসেন তুষার দেশপান্ডে। প্রথম বলেই ছয় মারেন রোহিত। তবে ৩.৬ ওভারে তুষারের বলেই বোল্ড হয়ে মাঠ ছাড়েন হিটম্যান। ১৩ বলে ২১ রান করেন রোহিত। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। মুম্বই ৩৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্যামেরন গ্রিন।
ষষ্ঠ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে গেল মুম্বই ইন্ডিয়ান্স। মাগালার বলে ২টি চার মারেন ইশান। ওভারে ১৪ রান ওঠে। পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ উইকেটে ৬১ রান। ইশান ৩১ ও গ্রিন ৭ রানে ব্যাট করছেন।
১২.৬ ওভারে জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিলক বর্মা। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। ১৮ বলে ২২ রান করেন তিলক। মারেন ২টি চার ও ১টি ছক্কা। মুম্বই ১০২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ত্রিস্টান স্টাবস। জাদেজা ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।
শেষ ওভারে প্রিটোরিয়াসের বলে ৩টি চার মারেন হৃত্বিক শোকিন। ওভারে ১৬ রান ওঠে। মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ১৮ রান করে নট-আউট থাকেন হৃত্বিক। ৬ বলে ৫ রান করে অপরাজিত থাকেন চাওলা। জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ১৫৮ রান। প্রিটোরিয়াস ৪ ওভারে ২৮ রান খরচ করেন।
Leave a Reply