জাদেজা-অশ্বিনের ভয়ংকর বোলিং বিষে ২০০ আগেই অল-আউটের পথে অস্ট্রেলিয়া, দেখুন সর্বশেষ স্কোর

লাঞ্চের পরেই ভারতকে সাফল্য এনে দিলেন জাদেজা। যদিও একা জাদেজা নন, এক্ষেত্রে উইকেটকিপার কেএস ভরতও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ৩৫.৫ ওভারে জাদেজার বলে মার্নাস ল্যাবুশানকে দুর্দান্ত স্টাম্প-আউট করেন ভরত।

৫০ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৪৪ রান।পিটার হ্যান্ডসকম্ব ৪২ বলে ২০ রান করেছেন। ২২ বলে ২১ রান করেছেন অ্যালেক্স ক্যারি।

৫২তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকায় অস্ট্রেলিয়া। ৫৩ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৬২ রান। অ্যালেক্স ক্যারি ৩২ বলে ৩৬ রান করেছেন। ৫০ বলে ২৩ রান করেছেন হ্যান্ডসকম্ব।

৫৩.১ ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বলে রিভার্স সুইপ মারতে গিয়ে বোল্ড হন অ্যালেক্স ক্যারি। ৩৩ বলে ৩৬ রান করেন তিনি। মারেন ৭টি চার। অস্ট্রেলিয়া ১৬২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্যাট কামিন্স।

টেস্টে অশ্বিনের এটি ৪৫০তম উইকেট। তিনি তৃতীয় দ্রুততম বোলার হিসেবে এই মাইলস্টোনে পৌঁছন। ১৬৭তম ইনিংসে অশ্বিন ৪৫০ উইকেটের মাইলস্টোনে পৌঁছন। মুরলিধরন ১৩২ ও কুম্বলে ১৬৫ ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন।

৫৪.৬ ওভারে জাদেজার বলে ব্যাটের কানা লাগিয়ে বসেন পিটার হ্যান্ডসকম্ব। তবে কিপার ভরত ও স্লিপ ফিল্ডার কোহলির কেউই বল ধরতে পারেননি। বল চলে যায় থার্ডম্যান বাউন্ডারিতে। ৫৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬ উইকেটে ১৭২ রান।

৫৭.৩ ওভারে অশ্বিনের বলে স্লিপে কোহলির হাতে ধরা পড়েন প্যাট কামিন্স। ১৪ বলে ৬ রান করেন তিনি। মারেন ১টি চার। অস্ট্রেলিয়া ১৭২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টড মার্ফি।

৫৮.৫ ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন টড মার্ফি। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ১৭৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ন্যাথন লিয়ঁ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *