
গত মরসুমের পারফর্ম্যান্সে খুশি ছিলো না সানরাইজার্স হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট। সাফল্যের আশায় প্রায় গোটা দলের খোলনলচেই বদলে ফেলেছিলো ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
গত ডিসেম্বরের মিনি নিলাম থেকে দল নিয়েছিলো মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুকদের মত তারকাকে। কিন্তু মাঠের পারফর্ম্যান্সে বিশেষ উন্নতি চোখে পড়ে নি তাদের।
ষোড়শ মরসুমের প্রথম দুই ম্যাচে পরপর হারতে হয়েছে সানরাইজার্সকে (SRH)। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে পরাজয় জুটেছে ৭২ রানের ব্যবধানে। আর দ্বিতীয় ম্যাচে লক্ষ্ণৌর (LSG) বিরুদ্ধে ৫ উইকেটে হেরেছেন ভুবনেশ্বর কুমাররা।
আজ তৃতীয় ম্যাচে পাঞ্জাব কিংসদের (PBKS) মুখোমুখি সানরাইজার্স (SRH)। রবিবাসরীয় সন্ধ্যায় জয়ের সরণীতে ফেরার লড়াই তাদের। প্রতিপক্ষ পাঞ্জাব পরপর দুই ম্যাচ জিতে ফর্ম সঙ্গে নিয়ে পা দিচ্ছে হায়দ্রাবাদের মাটিতে।
কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসকে হারিয়েছে তারা। দুই ম্যাচেই বড় রান তূলতে দেখা গিয়েছে পাঞ্জাব কিংসকে। বল হাতেও চমকপ্রদ পারফর্ম্যান্স করেছেন নাথান এলিস,অর্শদীপ সিং’রা ।
তবে সানরাইজার্সের বিরুদ্ধে আজ হয়ত মাঠে নামতে পারবেন না তাদের নির্ভরযোগ্য ব্যাটার ভানুকা রাজাপক্ষা। বদলে পেস বিভাগকে আরও শক্তিশালী করতে পারে প্রীতি জিন্টার দল। প্রথম একাদশে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার তারকা বোলার কাগিসো রাবাডাকে।
পাঞ্জাবের মুখোমুখি হওয়ার আগে প্রথম একাদশে বদল ঘটাতে পারে সানরাইজার্স দলও। অধিনায়ক হিসেবে নিজের আইপিএল অভিষেককে স্মরণীয় করতে পারেন নি এইডেন মার্করাম ।
ব্যাট হাতে ০ করেছেন। হারতে হয়েছে ম্যাচও। আজ ঘরের মাঠে প্রত্যাবর্তনের পথ খোঁজাই মূল লক্ষ্য হবে তাঁর। এখনও অবধি মায়াঙ্ক আগারওয়াল, রাহুল ত্রিপাঠীর মত অভিজ্ঞ ভারতীয় ব্যাটাররা রান পান নি।
ম্যাচে সাফল্যের জন্য তাদের দিকে তাকিয়ে থাকতে হবে সানরাইজার্সকে (SRH)। বিপুল অর্থে হায়দ্রাবাদ দলে যোগ দিলেও প্রথম দুই ম্যাচে দাগ কাটতে পারেন নি হ্যারি ব্রুক।
তৃতীয় ম্যাচে তাঁকে বাইরে রাখার পরিকল্পনা থাকতে পারে দলের। বদলে জায়গা পেতে পারেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস বা দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। অলরাউন্ডার মার্কো ইয়ানসেনও এখনও একটি ম্যাচ খেলেন নি চলতি আইপিএলে। সুযোগ পেতে পারেন তিনিও।
ষোড়শ আইপিএলের দ্বিতীয় রবিবার রয়েছে দুটি খেলা।দিনের দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। খেলা হবে সানরাইজার্সের ঘরের মাঠ অর্থাৎ হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এই মাঠের বাইশ গজ সাধারণত ব্যাটিং সহায়ক হলেও খেলা যত গড়ায় স্পিনাররা উইকেট থেকে সাহায্য পেয়ে থাকেন। ম্যাচে সেই কারণে বড় ভূমিকা থাকতে পারে স্পিনারদের।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ অবধি ৫টি টেস্ট ম্যাচ, ৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা হয়েছে।
৬৪টি আইপিএল ম্যাচও আয়োজন করেছে এই স্টেডিয়াম। ৬৫ ম্যাচের মধ্যে ২৮টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে।
এবং বাকি ৩৭টিতে জয় এসেছে রান তাড়া করে।
হায়দ্রাবাদে প্রথম ইনিংসের গড় স্কোর ১৫৮। দ্বিতীয় ইনিংসের গড় স্কোর ১৪৭। এই মাঠে ২০ ওভারে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কৃতিত্ব রাজস্থান রয়্যালসেরই।
২০০৮ সালে তৎকালীন ডেকান চার্জার্সের বিপক্ষে ২১৭ রান তুলেছিলো তারা। ১৭০ থেলে ১৮০ এই পিচে জয়সূচক স্কোর হতে পারে। মরসুমের প্রথম দুই ম্যাচে আগে ব্যাট করে জিতেছে পাঞ্জাব।
অন্যদিকে এই মাঠে রাজস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে অভিজ্ঞতা বিশেষ সুখের হয় নি হায়দ্রাবাদের। সেই কারণে পরিসংখ্যান উল্টোদিকে ঝুঁকে থাকলেও, বিশেষজ্ঞদের ধারণা এইডেন মার্করাম বা শিখর ধাওয়ান, রবিবারের ম্যাচে যিনিই টস জিতুন, তিনি প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্তই নেবেন।
রবিবার সন্ধ্যে সাড়ে সাতটার সময় হায়দ্রাবাদের মাঠে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস। ম্যাচের দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে।
দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৩ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ নেই। খেলার দিন হায়দ্রাবাদে ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা।
পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) সম্ভাব্য একাদশ:
মায়াঙ্ক আগরওয়াল, আনমোলপ্রীত সিং (উইকেটরক্ষক), রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম (অধিনায়ক), আবদুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, মার্কো ইয়ানসেন, ফজলহক ফারুখি, উমরান মালিক, ভুবনেশ্বের কুমার, আদিল রশিদ।
Leave a Reply