টাইগার যুবাদের প্রশংসায় ভাসিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী

ভারতের মাটিতে অনুষ্ঠিত তিন দলের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশের যুবারা জয় পায় ১৮১ রানের বড় ব্যবধানে।

ম্যাচ শেষে বিজয়ীদের পুরস্কার তুলে দেন সাবেক ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

৯১ বলে ১ চার এবং ২ ছক্কায় ৯৩ রানের ইনিংস উপহার দেন বাংলাদেশের আইচ মোল্লা।

বৃষ্টির কারণে ম্যাচ নেমে এসেছিল ৪২ ওভারে। আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল তুলেছিল ২৩৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল মাত্র ৫৩ রানে আটকে যায়! নাইমুর রহমান ১৬ রানে নেন ৪ উইকেট।

ইগার বোলারদের সামনে দাঁড়াতেই পারনি ভারতের অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। ৬ ওভারের মাঝেই নেই হয়ে যায় ৩ উইকেট। স্কোরবোর্ডে তখন মাত্র ৫ রান!

১৫ রানে পতন হয় চতুর্থ উইকেটের। পরের ৬ উইকেট পড়ে যায় ৫ রানের মধ্যে!

মাঝে পঞ্চম উইকেট জুটিতে উদয় শরণ ও কৌশল তাম্বে যোগ করেছিলেন ৩৩ রান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*