টাকার জন্যই করছে এসব, চার বাঁচাতে গিয়ে ট্রোলের মুখে পড়লেন রোহিত !!

জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ১৬ তম বর্ষ। আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে থাকা গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস তাদের মধ্যে কোয়ালিফায়ার ১ খেলে নিয়েছে। পাশাপাশি এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। গতকাল এই ম্যাচে দুরন্ত পারফরমেন্স দেখা দেখা গেল মুম্বাই ইন্ডিয়ান্স এর প্লেয়ারদের থেকে। বিশেষ করে দলের সবথেকে দুর্বল বোলিং লাইন আপকে কাল বেশ দুরন্ত প্রদর্শন করতে দেখা গেল।

গতকাল বোলিং দলকে সামনে থেকে নেতৃত্ব দেখা গেল অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma)। অধিনায়ক হিসেবে বেশ সফল তিনি। এবছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্স দেখে কেউ ভাবেনি যে দলটি প্লে অফের জন্য কোয়ালিফাই করবে। এমনকি দলের প্রতি প্রত্যাশা ছিল প্রচুর কম, কিন্তু গতকাল বোলিং পারফর্মেন্স ভুল ভাঙিয়েছে দর্শকদের।

কালকের ম্যাচের কথা বলতে গেলে অধিনায়ক রোহিত শর্মা টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন । পাওয়ার প্লে তে ভালো রান বানানোর পরেও দুটি উইকেট হারিয়ে ফেলে মুম্বাই। পাশাপাশি মিডিল ওভারের দায়িত্ব নিয়েছিলেন ক্যামেরন গ্রীন (Cameron Green) এবং সূর্য কুমার যাদব (Suryakumar Yadav) কিন্তু নবীনু উল হকের করা ১১ তম ওভারে উইকেট হারান এই দুই প্লেয়ার।

পাশাপাশি তিলক বার্মা (Tilak Verma) এবং নেহাল ওয়াধেরার (Nehal Wadhera) দুরন্ত পারফরমেন্সের পরে মুম্বাইয়ে দল আট উইকেট এর বিনিময় ১৮২ রান করতে সক্ষম হয়েছিল। জবাবে ব্যাটিং করতে এসে পাওয়ার প্লে তেই দুই উইকেট হারিয়ে ফেলে দল এবং এরপর একের পর এক উইকেট পড়তে থাকে। রোহিত শর্মা, কালকের ম্যাচের সব থেকে বড় চালটি চেলে ফেলেন। তিনি বোলিং পরিবর্তন করিয়ে নিয়ে আসেন আকাশ মাধওয়ালকে।

প্রথম দুটি বল ডট দেওয়ার পরে আয়ুশ বদানির (Ayush Badani) তৃতীয় বলটিতে একটি কভার ড্রাইভ মারার চেষ্টা করেন এবং সেই বলটি কে ঝাঁপিয়ে বাঁচান অধিনায়ক রোহিত শর্মা। একেবারে চার চারটি রান বাঁচান রোহিত তার এই প্রচেষ্টা দেখে ইন্ডিয়ান ক্রিকেট টিম ফ্যানরা বেশ রেগে গিয়েছেন এবং সবাই তাকে ট্রোল করতে শুরু করেছেন। অনেকের মতে টাকার জন্যই এরকম প্রচেষ্টা দেখাচ্ছেন রোহিত, ভারতীয় দলের হলে এই রকম চেষ্টা তিনি করতেন না।

দেখেনিন ট্রোল

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*