টানা দুটি ম্যাচে হেরে নতুন কৌশল অবলম্বন করতে যাচ্ছে মোহনবাগানের কোচ

তাঁর উপর দলের অগাধ আস্থা। মোহন সমর্থকরাও তাঁকে ঘিরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু পর পর দুটি ম্যাচে হেরে সেই স্বপ্ন আচমকাই ধাক্কা খেয়েছে। রয় কৃষ্ণ স্বীকার করে নিলেন, তাঁরা একেবারেই ভাল খেলতে পারছেন না।

সোমবার জামশেদপুর এফসি-র কাছে হারার পর কৃষ্ণ বলেন, ‘‘আমরা যথেষ্ট ভাল খেলতে পারিনি। কোনও জায়গাতেই আমরা ভাল খেলতে পারিনি। কখনওই আমাদের দেখে মনে হয়নি সেরাটা দিতে পারছি।’’

কৃষ্ণ মনে করছেন, তাঁদের কঠোর পরিশ্রম করতে হবে, মানসিকতা বদলাতে হবে। মানসিকতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘গত ম্যাচে হারের পরে আমাদের আরও মরিয়া হয়ে ওঠা উচিত ছিল। সেটা পারিনি। জানতাম জামশেদপুর যথেষ্ট ভাল দল। ওরা সত্যিই ভাল খেলেছে। ওদেরই তিন পয়েন্ট প্রাপ্য ছিল।’’

​​​​​​​কোচ আন্তোনিয়ো লোপেস হাবাসের উপর আস্থা রাখছেন কৃষ্ণ। বলেন, ‘‘এ বার আমাদের ড্রইং বোর্ডে ফিরে যেতে হবে। কোচ নিশ্চয়ই অন্য কোনও কৌশল তৈরি করবেন। আমাদের সেটা বাস্তবায়িত করার জন্য ট্রেনিংয়ে আরও পরিশ্রম করতে হবে।’’

দল ঘুরে দাঁড়াবে, বিশ্বাস করছেন তিনি। বিশেষ করে জামশেদপুরের বিরুদ্ধে শেষ পাঁচ মিনিটের খেলাকে পুঁজি করে এগোতে চাইছেন। বলেন, ‘‘শেষ পর্যন্ত যে লড়াইটা করেছি আমরা, সেই আত্মবিশ্বাস কাজে লাগবে।

শেষ পাঁচ মিনিটে আমরা আমাদের দক্ষতার প্রমাণ দিয়েছি। সেই পাঁচ মিনিটের ছন্দ নিয়েই আমাদের পরের ম্যাচ শুরু করতে হবে। আশা করি, পরের ম্যাচে আমরা সেটা করে দেখাতে পারব। দু’টো ম্যাচ হেরে সব কিছু শেষ হয়ে যায়নি।

এখনও অনেকটা পথ যাওয়া বাকি আমাদের। যথেষ্ট ভাল মানের খেলোয়াড় রয়েছে আমাদের দলে। সেটা আমাদের প্রমাণ করতে হবে। দলের ছেলেদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আশা করি পরের ম্যাচে ওরা পুরো শক্তি উজাড় করে দেবে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*