ডু অর ডাই ম্যাচে দলের ব্যাটসম্যানদের কড়া কথা শোনালেন রাহুল

শুক্রবার পার্লে বোল‍্যান্ড পার্ক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব‍্যাটিং করার সিদ্ধান্ত নিলো ভারত অধিনায়ক কে এল রাহুল।

সিরিজে প্রত‍্যাবর্তন করতে হলে এই ম‍্যাচে জিততেই হবে টিম ইন্ডিয়া’কে। সিরিজের প্রথম ম‍্যাচে প্রোটিয়াস’দের কাছে ৩১ রানে হেরে যায় ভারত।

তাই ৩ ম‍্যাচের সিরিজের এই ম‍্যাচে অবশ্যই জিততে হবে ভারত’কে। এই ম‍্যাচ কার্যত “ডু অর ডাই” রাহুল’দের কাছে। ম‍্যাচে টসে জেতার পর রাহুল বললেন, সোজা কথায় বলতে হলে আমাদের রান করতে হবে। পরে উইকেট স্লো হবে।

আমরা মাঝের ওভার গুলো’তে একদম’ই পার্টনারশিপ গড়তে পারেনি শেষ ম‍্যাচে। আশা রাখছি আজকের ম‍্যাচে আমরা ভালো পারফরম্যান্স দেবো। দলের ব‍্যাটার’রা জানে তারা কোথায় ভুল করেছে,

তারা সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে। আমরা একই দল নিয়ে মাঠে নামছি।” প্রসঙ্গত, ম‍্যাচে ভারতীয় ক্রিকেট দলে কোনও পরিবর্তন নেই।

তবে সাউথ আফ্রিকার টিম ম‍্যানেজমেন্ট গোটা সিরিজ জুড়ে নজরকাড়া বোলিং করা। মার্কো জানসেন’কে বিশ্রাম দিয়েছে। তার বদলে দলে সুযোগ পেয়েছেন সিসান্দা মাগালা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*