তারকা বোলার শার্দুলকে কেনো “লর্ড” বলে ডাকা হয়?অবিশ্বাস্য জবাব দিলেন শার্দুল নিজেই

বর্তমানে নেটপাড়া আক্রান্ত “লর্ড শার্দুলে”র জ্বরে। মঙ্গলবার বল হাতে সাউথ আফ্রিকার ব‍্যাটিং লাইন আপের কোমর ভেঙে দেন তিনি। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডে চলছেন তিনি। কখনও “লর্ড শার্দুল” আবার কখনও “বিফি”,

তার নামের সাথে সাথে সমান জনপ্রিয় এই ডাকনাম গুলো। এদিন জোহানেসবার্গে ৬১ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। যার জেরে ২২৯ রানে অল আউট হয়ে যায় সাউথ আফ্রিকা। BCCI ‘কে দেওয়া এদিনের সাক্ষাৎকারে শার্দুল বলেছেন তিনি নিজেও জানেন না এই নামের উৎপত্তি। তবে ২০২১ সালে ঘরের মাঠে ইংল্যান্ড’এর বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্সের পর তিনি এই নামে জনপ্রিয় হয়ে ওঠে।

“আমি সত্যি জানি না কে আমাকে ‘লর্ড’ বলে ডাকে। তবে আমি নিশ্চিত ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর জনপ্রিয় হয়ে ওঠে এই নাম। আইপিএল, অস্ট্রেলিয়া সফরের পর দেশে ফিরেছিলাম আমি,‌ ওই সময় প্রচুর উইকেট পেয়েছিলাম। এক ওভারে পর পর দুই বলে দুই উইকেট। তারপর এই নাম জুড়েছে আমার নামের পাশে।” স্বয়ং শচিন তেন্ডুলকর ট‍্যুইট করে প্রশ‌ংসা করেছেন শার্দুলের,

মঙ্গলবার ৭ উইকেট তুলে নেওয়ার পর। এদিন সেবিষয়ে শার্দুলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “এটা আমার কাছে অত‍্যন্ত গর্বের একটি বিষয় যে স্বয়ং শচিন তেন্ডুলকার আমার সম্পর্কে ট‍্যুইট করেছেন। উনিও একজন মুম্বাইকার, আমি ওনার সাথে বেশ কিছু ম‍্যাচ খেলেছি। উনি সব সময় আমাকে সাপোর্ট করে এসেছেন।‌”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*