তোলপাড় ক্রিকেটবিশ্বে দীর্ঘ দিন পর সামনে আসলো ধাওয়ান আয়েশা মুখার্জির বিচ্ছেদের আসল রহস্য

শিখর ধাওয়ান,মেন ইন ব্লু টিমের অন্যতম তুরুপের তাস,যার ব্যতিক্রমি গোঁফ আর মাঠে টিকে থাকবার অদম্য লড়াই প্রত্যেকবার নজির গড়েছে গোটা পৃথিবীর সামনে, তবে এবারে খবর মাঠের গন্ডির বাইরের, তার ব্যক্তিগত জীবন ঘিরে।

গত ২০১২ সালে বিখ্যাত মেলবোর্নের বক্সার আয়েশা মুখার্জির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন শিখর ধাওয়ান ।এরপর দীর্ঘ আট বছরের সম্পর্কে নট আউট থাকা সত্ত্বেও গত ৭/০৯/২১ তারিখ আয়েশা মুখার্জির সাথে তার ডিভোর্সের খবর জনসমক্ষে আসে, আয়েশা মুখার্জি নিজেই ইনস্টাগ্রামে লম্বা একটি পোষ্টের মাধ্যমে খবরটি ছড়িয়ে দেন।

অন্যদিকে আয়েশা মুখার্জীর ইনস্টাগ্রম অ্যাকাউন্ট এর নাম”আয়েশা ধাওয়ান” থেকে পরিবর্তিত হয়ে”আয়েশা মুখার্জি “হয়ে যাওয়া, খবরটিকে সত্য বলে প্রমাণিত করবার পক্ষে যথেষ্ট ধনাত্মকপূর্ণ ইঙ্গিত দিচ্ছে।

শুরু থেকেই শিখর ধাওয়ান এবং তার স্ত্রী আয়েশা ধাওয়ান অন্যতম সফল জুটি হিসেবে পরিচিত নেট দুনিয়ার কাছে, তবে হঠাৎই এই বিচ্ছেদের কারণ কি হতে পারে সে বিষয়টি বেশ অস্বস্তিতে ফেলেছে দেশবাসীকে।

অন্যদিকে ইতিমধ্যেই প্রচুর জলঘোলা শুরু হয়েছে বিষয়টি কে ঘিরে তবে কি একে অপরকে যথেষ্ট সময় না দিতে পারাই বিচ্ছেদের কারণ? অনেকে বলছেন যে মতের অমিল থাকায় একাধিকবার প্রকাশ্যে অন্যান্য খেলোয়ারদের সামনে বাকবিতণ্ডায় জড়িয়েছেন জুটি। সম্পর্কে ছিল না একে অপরের প্রতি বিশ্বাস।

যদিও এই পুরো বিষয়টি ঘিরে এখনো কোন রকম মন্তব্য করতে দেখা যায়নি শিখর ধাওয়ানকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*