দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জিতেও বড় দুঃসংবাদ কোহলির

ভাবা হয়েছিল দক্ষিণ আফ্রিকাতেই হয়ত রানের খরা কাটাবেন কোহলি। তবে প্ৰথম টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ তিনি। ব্যাট হাতে কোহলির রানের খরা আর কাটছে না। প্ৰথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও কোহলি অফস্ট্যাম্পের বল তাড়া করতে গিয়ে আউট হলেন।

লাঞ্চের পরে প্ৰথম বলেই কভার ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দেন তারকা। অভিষেককারী মার্কো জ্যানসেনের শিকার তিনি। প্ৰথম ইনিংসেও কোহলি ভাল শুরুয়াত করার পরে অফ স্ট্যাম্পের বল তাড়া করতে গিয়ে আউট হয়ে ফিরে যান।

প্ৰথম ইনিংসে ৩৫-এর পরে দ্বিতীয় ইনিংসে কোহলির অবদান ১৮। গত দু বছর ধরেই কোহলি সেঞ্চুরি করতে পারেননি। শেষবার শতরান করেছিলেন ইডেনে পিঙ্ক বলের টেস্টে দুর্বল বাংলাদেশের বিরুদ্ধে।

শেষবার কোহলি হাফসেঞ্চুরি করেছিলেন সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ওভাল টেস্টে। আর কোহলি বারবার ব্যর্থ হওয়ার পরে ক্রিকেট ভক্তরা সরাসরি তারকাকে বাদ দেওয়ার দাবি তুলে দিলেন সোশ্যাল মিডিয়ায়।

ক্ষুব্ধ নেটিজেনরা কোহলির সমালোচনায় সরব যেমন হয়েছেন, অনেকে আবার ট্রোলের বন্যায় ভাসিয়েছেন তারকাকে। ভারত দ্বিতীয় ইনিংসে বুধবার মাত্র ১৭৪ রানে গুটিয়ে গেল। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াজদের তুলতে হবে ৩০৫ রান।

চতুর্থ দিন প্রোটিয়াজ পেসাররা দাপট দেখিয়ে গেলেন। অভিষেক ঘটানো মার্কো জ্যানসেন যেমন চার উইকেট তুললেন। তেমন রাবাদাও চারজনকে প্যাভিলিয়নে পাঠালেন।

মঙ্গলবার ১৬/১ থেকে খেলা শুরু করার পরে চতুর্থ দিন ভারত নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে। প্ৰথমে নাইটওয়াচম্যান শার্দূলকে ফেরান রাবাদা। কিছুক্ষণ পরে ফিরে যান কেএল রাহুলও। লাঞ্চের পরে ভারত দ্রুত ধসে পড়ে। তারপরে কেউই দাঁড়াতে পারেননি।

ঋষভ পন্থ (৩৪)-ই সর্বোচ্চ স্কোরার। পূজারা (১৬), রাহানে (২০) আবার ব্যর্থ। আর কতদিন পূজারা-রাহানে-কোহলি ত্রয়ীর অফ ফর্ম সইতে হবে টিম ইন্ডিয়াকে। তা নিয়েই এবার প্ৰশ্ন তুলে দিচ্ছেন ক্রিকেট সমর্থকরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*