
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পিঠের ব্যাথায় জোহানেসবার্গ টেস্টে নেই বিরাট, নেতৃত্বে রাহুল, টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।







ওপেনিং জুটিতে ব্যাট করতে নামেন কে এল রাহুল এবং মায়ানক আগারওয়াল।তারা দেখেশুনে এগোতে থাকে।তবে বেশীক্ষণ ক্রিজে স্থায়িত্ব বজায় রাখতে পারেনি মায়ানক আগারওয়াল।জনসেনের বলে আউট হয়ে ২৬ রান করেই সাজঘরের পথ ধরতে হয় তাকে।
এরপর ক্রিজে আসেন অফ ফর্মে থাকা চেতেশ্বর পুজারা।আজও ব্যাট হাতে ব্যার্থতা উপহার দিয়ে ডোয়াইন অলিভিয়ারের বলে মাত্র ৩ রান করে মাঠ ছাড়েন।এরপর ব্যাট হাতে নামেন অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে।
কিন্ত তার কাছ থেকে আজ প্রাপ্তি শূন্য।ব্যক্তিগত রানের খাতা খোলার আগে সেই অলিভিয়ারের বলেই উইকেট বিলিয়ে দিয়ে ফিরে যেতে হয় তাকে।দলীয় ৪৯ রানে ভারত হারায় ৩ উইকেট।







কিন্তু ক্রিজে এক প্রান্ত আগলে ব্যাট করে যাচ্ছেন কে এল রাহুল।তার সঙ্গী হিসেবে ক্রিজে আছেন হনুমা বিহারী।
দেখুন একাদশঃ
কে এল রাহুল(অধিনায়ক) , মায়ানক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারী , অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত(উইকেট-রক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সামি, জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।
মধ্যাহ্ন ভোজের বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ভারতের সংগ্রহঃ ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান।







Leave a Reply