দক্ষিণ আফ্রিকা বধের নতুন কৌশল জানালেন ভারতের সাবেক কোচ ভরত অরুণ

তিন দিন পরেই শুরু ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট। তার আগে যশপ্রীত বুমরাদের জন্য সাফল্যের হদিশ দিলেন ভরত অরুণ। ভারতের প্রাক্তন বোলিং কোচ উপদেশ দিলেন ভারতীয় বোলিং আক্রমণকে।

দীর্ঘ সময় বুমরাদের কোচিং করিয়েছেন অরুণ। তিনি জানেন বুমরা, শামিদের ক্ষমতা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ বলেন, “ব্যাটারকে জায়গা দেওয়া যাবে না।

নৃশংস হয়ে উঠতে হবে। আমি বার বার বোলারদের বলেছি সব সময় উইকেট নেওয়ার দিকে যেতে হবে না। সঠিক জায়গায় বল করতে হবে।”

নিজের অভিজ্ঞতা থেকে অরুণ জানেন যে বোলাররা সব সময় উইকেট পাবেন না। সেই সময় সঠিক জায়গায় বল রাখাটা জরুরি বলেই মনে করেন তিনি। অরুণ বলেন, “বিপক্ষকে চাপে ফেলার দুটো পদ্ধতি রয়েছে।

এক হচ্ছে উইকেট নেওয়া, অন্যটি হচ্ছে রান না দেওয়া। উইকেট নিতে না পারলে রান আটকে দিতে হবে। এর মাঝে দুটো উইকেট নিতে পারলেই বিপক্ষ চাপে পড়ে যাবে। আমার মনে হয় এটাই জেতার মন্ত্র, এটাই মেনে চলা উচিত বুমরাদের।”

ভারত চাইবে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জিততে। তিনটি ম্যাচের সিরিজ খেলবে ভারত। তারপর তিনটি এক দিনের ম্যাচও খেলবে তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*