
নিউজিল্যান্ড সফর শেষ হতে না হতেই দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে শোরগোল পড়ে গেছে ভারতীয় ক্রিকেটে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা সফরের সময়সূচি স্থির করা হয়েছে। চলতি মাসের ২৬ তারিখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে কোহলি বাহিনী।







সেই উদ্দেশ্যে আগামী ১৬ তারিখ দক্ষিণ আফ্রিকা সফরে প্লেনে চড়ে বসবে ভারতীয় দল। কিন্তু তার আগেই চোট পেয়ে দল থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা। কয়েকদিন আগেই তিনি একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব পেয়েছেন। সাথে টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন তিনি।
এবার ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, আসন্ন নতুন বছরের প্রথমে কিছুদিনের জন্য ছুটির আবেদন করেছেন তিনি।
কারণ হিসেবে পরিবারের সাথে সময় কাটাতে চান বলে উল্লেখ করেছেন বিরাট কোহলি। উল্লেখ্য, বিরাট কোহলির একমাত্র সন্তান ভামিকাকোহলির জন্মদিন ১১ই জানুয়ারি।
সেই উদ্দেশ্যে হয়তো বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের নিকট ছুটির আবেদন করেছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট কোহলির আবেদনে এখনো কোনো রকম সাড়া দেয়নি বলে জানা গেছে।







এদিকে ভারতীয় দলের সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা চোট পেয়েছেন, সাথে রয়েছেন অক্ষর প্যাটেল ও রাহুল চাহার। চোটের কারণে অধিনায়ক রোহিত শর্মা হয়তো থাকবেন না ওডিআই সিরিজেও। বিরাট কোহলি ইতিমধ্যে ছুটির আবেদন করেছেন।
তাহলে ভারতীয় ক্রিকেট বোর্ড কাদের সাথে নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে। ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে এমন প্রশ্ন তুলেছেন। দলের উল্লেখযোগ্য ক্রিকেটার বলতে কেউই থাকছেন না।
তাহলে দক্ষিণ আফ্রিকায় শক্তিশালী দলের বিরুদ্ধে ভারত কোন একাদশ মাঠে নামতে চলেছে? এমন পরিস্থিতিতে কি দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করাই শ্রেয়? আকাশ চোপড়ার এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে।







Leave a Reply