দাদার থেকেই অধিনায়কত্ব শেখা, বিশ্বকাপ জিততে সৌরভেই ভরসা হরমনপ্রীতের

ভারতীয় ক্রিকেটে অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দুর্নীতিতে বিদ্ধ ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নিয়ে তিনি দল তৈরি করেছেন। তাঁর আমলে একাধিক নতুন প্লেয়ার সুযোগ পেয়েছেন, ও পরে তাঁরা নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

তালিকায় রয়েছেন হরভজন সিং, সুরেশ রায়না, যুবরাজ সিং, বীরেন্দ্র সেওয়াগের মত প্লেয়াররা। এদের সুযোগ দিয়ে ধীরে ধীরে অপ্রতিরোধ্য করে তোলেন সৌরভ। এরপর সৌরভের হাত থেকে ব্যাটন যায় রাহুল দ্রাবিড়ের হাতে।

তিনি দলকে নেতৃত্ব দেন ২০০৭ সালে। যদিও তাঁর নেতৃত্বে সাফল্য আসেনি ভারতীয় দলে। পাশাপাশি একাধিক বিতর্ক তৈরি হয়। সৌরভের পর ভারতের সফল অধিনায়ক হন মহেন্দ্র সিং ধোনি। তিনি ৩টে ICC ট্রফি জেতেন।

বর্তমানে ভারতের মহিলা দলের তিন ফর্ম্যাটের অধিনায়ক হরমনপ্রীত। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হরমনপ্রীত কৌর বলেন, “মহেন্দ্র সিং ধোনিকে আমরা জানি মাঠে ও কতটা চালাক। আজ আপনি যদি ধোনির পুরনো ম্যাচের ভিডিয়ো দেখেন তাহলে ওর থেকে অনেক কিছু শিখতে পারবেন।

আমি সৌরভ গঙ্গোপাধ্যায় ও ধোনির থেকে অনেক কিছু শিখেচি। আমি সবসময় ছোট ছোট জিনিস শেখার চেষ্টা করি যা আমাকে মাঠে সাহায্য় করে। এগুলো আমার জীবনে অনেক বড় ভূমিকা নেয়। বিশেষ করে অধিনায়কত্বের ক্ষেত্রে।

ওরা যেভাবে দলকে নেতৃত্ব দিতেন তা আমি অনুসরণ করি। সৌরভ যখন দলকে নেতৃত্ব দিতেন ভারতের পুরুষ ক্রিকেট দল উন্নতি করছিল। ও ড্রেসিংরুমের পরিবেশ বদলে দিয়েছিল, প্লেয়ারদের পাশে থাকত।”

দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হতে চলা মহিলাদের টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। গতবার দ্বিতীয় স্থানে বিশ্বকাপ শেষ করেছিল ভারত। এবার গ্রুপ বি-তে রয়েছে রা। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*