দীর্ঘ ৬ মাস পর দলে ফিরে কঠোর অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন শিখর ধওয়ান

দীর্ঘ ৬ মাস পর ভারতীয় একদিনের দলে ফের ডাক পেয়েছেন শিখর ধওয়ান। সামনেই কঠিন চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকা সফর। ভারতীয় দলের ওপেনার হিসাবে ফের নিজের জায়গা পাকা করাটাই এখন তার প্রধান লক্ষ্য।নিজেকে প্রমাণ করতে আবারো প্রস্তুত ধাওয়ান।
সেরাটা দিয়েই দলে থাকতে চান তিনি।

তাই তো সময় নষ্ট করতে নারাজ গব্বর। দক্ষিণ আফ্রিকায় পৌঁছনোর পর শুধু কোয়ারেন্টাইন পর্বটা শেষ হওয়ার অপেক্ষায় ছিলেন তারা। শনিবার থেকেই প্রস্তুতি শুরু করে দিল ভারতের একদিনের দলের আট সদস্যরা। প্রথম দিন থেকেই নেটে জোরকদমে প্রস্তুতি আরম্ভ করে দিলেন শিখরধওয়ান, যুযবেন্দ্র চাহালরা।

আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা্র বিরুদ্ধে একদিনের সিরিজে নামবে ভারত। টেস্ট সিরিজে এগিয়ে থেকেও শেষপর্যন্ত জিততে পারেনি ভারত। ১-২-এ টেস্ট সিরিজ হারতে হয়েছে বিরাট কোহলি। শুক্রবারই টেস্টের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। তবে টেস্ট সিরিজ এখন অতীত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখন একদিনের সিরিজ পাখির চোখ ভারতের।

সেই লক্ষ্যেই প্রস্তুতি শুরু করে দিলেন শিখর ধওয়ানরা। বুধবারই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছেন ভারতীয় একদিনের দলের আট ক্রিকেটার। নিয়ম অনুযায়ী তিনদিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে তাদের। এরপরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। আগামী বুধবারই একদিনের দলের সঙ্গে যোগ দেবেন বিরাট কোহলি, লোকেশ রাহুল ও জসপ্রীত বুমরাহ-রা।

দীর্ঘ ৬ মাস পর দলে ফিরেছেন ধওয়ান, ফের ওপেনার হিসাবে নিজের জায়গা পাকা করাই এখন তাঁর লক্ষ্য
আর সেজন্যই সময় নষ্ট করতে চাইছেন না তারা। গত শুক্রবার থেকেই শিখর ধওয়ান, যুযবেন্দ্র চাহালরা নেটে নেমে পড়েছেন। শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি।

ওপেনার হিসাবে নিজের জায়গা পাকা করাই এখন পাখির চোখ শিখর ধওয়ানের। নতুন বছরে এই প্রথমবার একদিনের সিরিজে নামবে ভারত। টেস্ট সিরিজে হয়নি ঠিকই, কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজ জিততে মরিয়া ভারতীয় দল।

গত ডিসেম্বরেই ভারতের একদিনের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। বিরাটের পরিবর্তে ভারতীয় একদিনের দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে রোহিত শর্মার ওপরে। কিন্তু চোটের জন্য এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। সেই জায়গায় নতুন বছরে ভারতীয় একদিনের দলের অধিনায়কত্বের দায়িত্ব উঠেছে লোকেশ রাহুলের কাঁধে।

এই প্রথমবার অন্য কারোর অধিনায়কত্বে ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন বিরাট কোহলি। শেষবার মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে মাঠে নেমেছিলেন বিরাট কোহলি। ধোনি পরবর্তী পর্বে তাঁর কাঁধেই ছিল ভারতীয় একদিনের দলের দায়িত্ব। কিন্তু গতবছরের শেষেই সেই দায়িত্ব তাঁর থেকে নিয়ে রোহিত শর্মার কাঁধে তুলে দিয়েছে বোর্ড।

যদিও রোহিত শর্মার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামছেন না তিনি। লোকেশ রাহুলের অধিনায়কত্বেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বছরের প্রথম একদিনের সিরিজে নামবেন বিরাট কোহলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*