বিশ্বে চলমান করো’না পরিস্থিতির অবনতি হওয়ায় যু’ক্তরাজ্যের সাথে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধের আলোচনা চলছে।







প্রয়োজন হলে ফ্লাইট বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। দেশে আপাতত লকডাউনের কোন পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আশকোনা হ’জ ক্যাম্পে ‘জিন এক্সপার্ট মেশিন ও মোবাইল ল্যাবরেটরি’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অ’তিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।







জাহিদ মালেক বলেন, আমাদের পর্যাপ্ত বেড রয়েছে। যদি দরকার হয় তাহলে এই সংখ্যা আরও বাড়াবো। তবে এখন পর্যন্ত দেশের করো’না পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দেশের অর্থনীতিও ভালো অবস্থায় রয়েছে।







স্বাস্থ্য অধিদফতরের অ’তিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্ম’দ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ এবং ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হ’জ ক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান প্রমুখ।






