দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস আইপিএলের গত নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন। টি-টোয়েন্টি ভালোই খেলেন এই অলরাউন্ডার। সেই মরিস এবার নিজের পছন্দের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছেন।
মরিস তার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে ভারতের পাঁচ ক্রিকেটারকে বেছে নিয়েছেন। নিজ দেশ থেকে নিয়েছে মাত্র একজনকে। তবে তার দলে জায়গা হয়নি ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের কোনো খেলোয়াড়ের।
ভারতের পাঁচ ক্রিকেটার হলেন, রোহিত শর্মা, বিরাট কোহলি, মেহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া ও জাসপ্রিত বুমরাহ।
ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মরিস এই একাদশ সাজান। একাদশের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ধোনিকে। দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড় নেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজ থেকে। ক্রিস গেইলের সঙ্গে একাদশটিতে রয়েছেন কাইরন পোলার্ড ও সুনীল নারিন।
একনজরে মরিসের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ: ১) রোহিত শর্মা, ২) ক্রিস গেইল, ৩) এবিডি ভিলিয়ার্স, ৪) বিরাট কোহলি, ৫) কাইরন পোলার্ড, ৬) মেহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), ৭) হার্দিক পান্ডিয়া, ৮) সুনিল নারিন, ৯) জাসপ্রিত বুমরাহ, ১০) ব্রেট লি, ১১) লাসিথ মালিঙ্গা।