নতুন জল্পনা শুরু কলকাতা নয়,নতুন যে দলের হয়ে মাঠ মাতাতে যাচ্ছেন শুভমন গিল

কলকাতা নাইট রাইডার্সে জার্সিতে হয়তো এ বার খেলতে দেখা যাবে না শুভমন গিলকে। তাঁকে নাকি সাত কোটি টাকায় নিচ্ছে আমদাবাদের নতুন আইপিএল দল।

একই সঙ্গে সে দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হচ্ছে হার্দিক পাণ্ড্যকে। ভারতীয় অলরাউন্ডারকে দেওয়া হবে ১৫ কোটি টাকা। একই মূল্যে তারা নিচ্ছে রশিদ খানকে।

সরকারি ভাবে এখনও হার্দিকদের নাম ঘোষণা করেনি আমদাবাদ। তবে শোনা যাচ্ছে, দু-একদিনের মধ্যেই করে দেবে। এ দিকে আইপিএল নিলাম থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন বেন স্টোকস।

আইপিএলের নতুন দুই দল আমদাবাদ ও লখনউকে বলে দেওয়া হয়েছিল ২২ জানুয়ারির মধ্যে তিন জন ক্রিকেটারকে বেছে নিতে। আমদাবাদ এ দিনই তিন জনের নাম নিশ্চিত করে ফেলেছে বলে জল্পনা ছড়িয়েছে।

ইতিমধ্যেই ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেনকে বেছে নিয়েছে আমদাবাদ। বোলিং কোচ হিসেবে রাখা হয়েছে আশিস নেহরাকে। টিম ডিরেক্টর প্রাক্তন ইংল্যান্ড ব্যাটার বিক্রম সোলাঙ্কি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*