চলে গেল ২০২১, সারা বছর জুরে বাংলার টাইগারা বেশ ভালোই পারফমেন্স করেছে। সারা বছর ধরে যা করেছে তার চূরান্ত কৃতিত্ব দিল ক্রিকইনফোর। যথাযত পারফমেন্সে বর্ষসেরার জায়গায় এদের ভালোই মানিয়েছে।
ক্রিকইনফোর নির্মিত বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন খেলোয়াড়। তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টি দলেও আছেন মুস্তাফিজ।
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে তিন বাংলাদেশির সাথে আরও রয়েছেন দুই পাকিস্তানি, চার আইরিশ, দুই লঙ্কান এবং এক দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়।
২০২১ সালে ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। তার সাথে ওপেনিংয়ে রয়েছেন পাকিস্তানের ফাখর জামান। এরপর রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
তাকে এই দলেরও অধিনায়ক বানানো হয়েছে। এরপর রয়েছেন একমাত্র প্রোটিয়া খেলোয়াড় ভন ডার ডুসান।
উইকেট রক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মুশফিক। এরপর বোলিং সাইডে রয়েছেন লঙ্কান দুই খেলোয়াড় হাসারাঙ্গা এবং চামিরা। আইরিশ দুই বোলার সিমি সিং এবং জশ লিটলের সাথে রয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেস বোলার মুস্তাফিজুর রহমান